আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের সামাজিক ও বন্ধু সংগঠন ক্যাপ এর উদ্যোগে ইসলামপুরে বন্যার্তদের ত্রাণ বিতরণ

সামাজিক ও বন্ধু সংগঠন ক্যাপ এর উদ্যোগে হারগিলাচরের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

মানুষ মানুষের জন্য। আসুন বন্যার্তদের পাশে দাঁড়াই - এই প্রত্যয়ে জামালপুরের সামাজিক ও বন্ধু সংগঠন ক্যাপ এর উদ্যোগে আজ বৃহস্পতিবার জেলার ইসলামপুর উপজেলার নোয়ারপাড়া ইউনিয়নের হারগিলাচরের বন্যার্ত ২৫০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

ঈদের দিনের খাবার হিসেবে প্রতিটি পরিবারকে কালোজিরা চাল দুই কেজি, সেমাই ২ মোড়ক,  আধা লিটার সয়াবিন তেল, আধা কেজি চিনি, আধা কেজি করে লবণ, গুঁড়ো দুধ ১০০ গ্রাম এবং দুই মোড়ক খাবার স্যালাইন দেওয়া হয়।

নোয়ারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল কবির জাহাঙ্গীর এবং ক্যাপ এর সদস্য বন্ধুরা বন্যার্তদের হাতে ঈদের ত্রাণ সামগ্রী তুলে দেন।

search tag: Jamalpur news, news Jamalpur, jamalpurbarta, jamalpur online, online new, Jamalpur district, dc jamalpur, jamalpur portal, Cap, জামালপুরের খবর, জামালপুর খবর, জামালপুর বার্তা, বাংলারচিঠি, জামালপুর জেলা, জামালপুর পোর্টাল, ডিসি জামালপুর, ক্যাপ
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال