আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সৌদি আরবের সাথে মিল রেখে শেরপুরের ৭ গ্রামে উদযাপিত হচ্ছে ঈদুল আযহা

শেরপুরে ঈদুল আজহার জামাত আদায় করেন মুসল্লিরা। ছবি : সুজন সেন, শেরপুর
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের সাথে মিল রেখে বিগত কয়েক বছরের ন্যায় এবারও শেরপুরের ৭ গ্রামে আজ শুক্রবার পবিত্র ঈদুল আযহা উদযাপিত হচ্ছে। শেরপুর সদরের চরখারচর, মুন্সিরচর, বামনেরচর, ঝিনাইগাতীর বনগাঁও চতল, নালিতাবাড়ীর নন্নী মধ্যপাড়া ও চিনামারাসহ সাতটি স্থানে ঈদুল আযহার আগাম জামাত ও কোরবানি অনুষ্ঠিত হয়েছে।

স্থানীয়দের সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে পৃথক এসব স্থানে মুসল্লিরা পবিত্র ঈদের নামাজ আদায় করেন। প্রত্যেকটি ঈদের জামাতে ৬০ থেকে ৭০ জন মুসল্লি অংশ নেন। আগাম ঈদুল আযহা উদযাপনকারীরা সুরেশ্বর দরবার শরিফের ভক্ত-মুরিদান। বিগত কয়েক বছর ধরে তারা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে রমাজানের রোজা, ঈদুল ফিতর ও ঈদুল আযহা উদযাপন করে আসছেন।

নন্নী মধ্যপাড়ায় পুরুষদের পাশাপাশি নারীরাও ঈদের নামাজের জামায়াতে অংশ নেন। নামাজের পর পারস্পারিক কোলাকুলি শেষে প্রীতিভোজে অংশ নেন তারা।

search tag: Jamalpur news, news Jamalpur, jamalpurbarta, jamalpur online, online new, Jamalpur district, dc jamalpur, jamalpur portal, shepur news, sherpur, sujon sen, suzon sen, sujan sen, sujan, sherpur times, islam, eid, শেরপুরের খবর, জামালপুর খবর, শেরপুর খবর জামালপুর বার্তা, শেরপুর টাইমস, শেরপুর, সুজন সেন, বাংলারচিঠি, শেরপুর জেলা, শেরপুর পোর্টাল, ডিসি শেরপুর, খবর, শেরপুর, ঈদ, ধর্ম, ইসলাম, ঈদুল আযহা
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال