জামালপুরের ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশন গ্রন্থাগার প্রতিষ্ঠিত হয়েছে। শহরের দেওয়ানপাড়া টেনিস ক্লাব মোড়ে প্রয়াত ভাষাসৈনিক মতি মিয়ার বাসভবনে ফাউন্ডেশনের কার্যালয়ে এই গ্রন্থাগারের কার্যক্রম পরিচালিত হবে।
এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই গ্রন্থাগার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি৷ তিনি মতি মিয়া ফাউন্ডেশনকে সব সময় সহায়তার আশ্বাস দেন।
জানা গেছে, গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হাসান মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তি সংগ্রাম জাদুঘরের স্ট্রাস্টি পরিচালক উৎপল কান্তি ধর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হোসেন রবি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি আলী জহির, আইনজীবী শামীম আরা, মুক্তিসংগ্রাম জাদুঘরের স্ট্রাস্টি হিল্লোল সরকার, জামালপুর জেলা প্রেসক্নাবের সভাপতি শফিক জামান লেবু, বাংলাদেশ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল, মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যসহ জামালপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন।
এ উপলক্ষে ২৯ সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যায় ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই গ্রন্থাগারের শুভ উদ্বোধন করেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের সঠিক ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই গ্রন্থাগার ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি৷ তিনি মতি মিয়া ফাউন্ডেশনকে সব সময় সহায়তার আশ্বাস দেন।
জানা গেছে, গ্রন্থাগার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক হাসান মাসুদ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুক্তি সংগ্রাম জাদুঘরের স্ট্রাস্টি পরিচালক উৎপল কান্তি ধর, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জাহিদ হোসেন রবি, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী কেন্দ্রীয় সংসদের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল, কবি আলী জহির, আইনজীবী শামীম আরা, মুক্তিসংগ্রাম জাদুঘরের স্ট্রাস্টি হিল্লোল সরকার, জামালপুর জেলা প্রেসক্নাবের সভাপতি শফিক জামান লেবু, বাংলাদেশ টেলিভিশনের জামালপুর প্রতিনিধি মোস্তফা বাবুল, মাদারগঞ্জ উপজেলার কয়ড়া পাটাদহ উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ আলী প্রমুখ।
অনুষ্ঠানে ফাউন্ডেশনের সদস্যসহ জামালপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন৷ অনুষ্ঠান সঞ্চালনা করেন ভাষাসৈনিক মতি মিয়া ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আশরাফুজ্জামান স্বাধীন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
