![]() |
| প্রতিমন্ত্রী মির্জা আজমের প্রতিশ্রুত এক লাখ টাকা কাবাডি দলের অধিনায়ক সুমাইয়া আক্তারের হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। ছবি : মোস্তফা মনজু |
গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়ার কাবাডিতে দেশসেরা জামালপুরের স্বর্ণমেয়েদের এক লাখ টাকার সম্মাননা পুরস্কার দিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। তাদের সাফল্যে মুগ্ধ হয়ে প্রতিমন্ত্রী মির্জা আজম তাদেরকে বিজেএমসিতে চাকরিরও আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়া এই স্বর্ণমেয়েরা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের সৈয়দপুর বছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তারা ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের গ্রীষ্মকালীন জাতীয় কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। দুই প্রতিমন্ত্রী অনুষ্ঠান চলাকালে জাতীয় পর্যায়ে কাবাডিতে দেশসেরা জামালপুরের স্বর্ণমেয়েদের পুরস্কারের ১ লাখ টাকা তুলে দেন। দলের পক্ষে তা গ্রহণ করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এ সময় সৈয়দপুর বছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ও কাবাডি প্রশিক্ষক মো. রজব আলী উপস্থিত ছিলেন।
জানা গেছে, জাতীয়ভাবে চ্যাম্পিয়ন হওয়া এই স্বর্ণমেয়েরা জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ ইউনিয়নের সৈয়দপুর বছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী। তারা ২০১৫, ২০১৬ ও ২০১৭ সালের গ্রীষ্মকালীন জাতীয় কাবাডি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে শনিবার অনুষ্ঠিত হয় ন্যাশনাল সার্ভিস কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান। ওই অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম। আর ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার। দুই প্রতিমন্ত্রী অনুষ্ঠান চলাকালে জাতীয় পর্যায়ে কাবাডিতে দেশসেরা জামালপুরের স্বর্ণমেয়েদের পুরস্কারের ১ লাখ টাকা তুলে দেন। দলের পক্ষে তা গ্রহণ করেন অধিনায়ক সুমাইয়া আক্তার। এ সময় সৈয়দপুর বছির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতাউর রহমান ও কাবাডি প্রশিক্ষক মো. রজব আলী উপস্থিত ছিলেন।
![]() |
| ন্যাশনাল সার্ভিস কর্মসূচির অনুষ্ঠানে কাবাডিতে জাতীয়ভাবে চ্যাম্পিয়ন জামালপুরের স্বর্ণমেয়েরা। ছবি : মোস্তফা মনজু |
search tag:
Hon’ble State Minister Mirza Azam MP. Mirza Azom, Mp, Jamalpur news,
news Jamalpur, jamalpurbarta, jamalpur online, online new, Jamalpur
district, dc jamalpur, jamalpur portal, Mirja Ajom, Madargonj,
Mothergonj, bdnews24, motj, Ministry of Textiles & Jute, kabadi, জামালপুরের
খবর, জামালপুর খবর, জামালপুর বার্তা, জামালপুর জেলা, জামালপুর পোর্টাল,
ডিসি জামালপুর, খবর, মাদারগঞ্জ
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

