আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছে ১৮৯ মাদকব্যবসায়ী

অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক (প্রশাসন ও অপারেশন) মো. মোখলেসুর রহমান বিপিএম বলেছেন, মাদকব্যবসাকে লাভজনক বলা যাবে না। মাদকব্যবসা হলো বড়মাপের লোভজনক অপরাধ। এই লোভজনক অপরাধ ছেড়ে যারা সুস্থ জীবনের মূলধারায় ফিরে আসছেন তাদেরকে ধন্যবাদ জানাই। লোভ থেকে ফিরিয়ে এনে তাদেরকে যদিও অন্য কাজে যুক্ত করা খুবই কষ্টসাধ্য। তাই তাদের জীবনমান উন্নয়নে শুধু পুলিশই নয়, সমাজের বিত্তবানদেরকেও এগিয়ে আসতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজ থেকে মাদক নির্মূল করা কোনো অবস্থাতেই সম্ভব নয়।
মাদকব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান। ছবি : মোস্তফা মনজু
তিনি বৃহস্পতিবার দুপুরে জামালপুর জেলার ১৮৯ জন মাদকব্যবসায়ী ও মাদকাসক্তদের স্বেচ্ছায় আত্মসমর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা পুলিশের উদ্যোগে পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, সিভিল সার্জন চিকিৎসক মো. মোশায়ের উল ইসলাম, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সুজাত আলী ফকির, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামান, এফবিসিসিআইয়ের পরিচালক মো. রেজাউল করিম রেজনু, জেলা যুবমহিলালীগের আহবায়ক ফারজানা ইয়াসমিন লিটা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কমিউনিটি পুলিশিংয়ের জেলা কমিটির সাধারণ সম্পাদক আওয়ামী লীগনেতা জি এস এম মিজানুর রহমান।

মাদকের অপরাধের সাথে কতিপয় পুলিশের জড়িত থাকার অভিযোগ প্রসঙ্গে অতিরিক্ত মহা পুলিশ পরিদর্শক মো. মোখলেসুর রহমান বলেন, দুষ্ট পুলিশ থাকুক তা মোটেই কামনা করি না। তাদের চিহ্নিত করা মোটেই কঠিন নয়। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অপরাধীদের মতো তাদের হাতেও হাতকড়া লাগাতে হবে। বাংলাদেশের যেকোনো স্থানেই হোক আমি কথা দিয়ে গেলাম পুলিশ কেন, অপরাধ করলে কাউকেই ছাড় দেওয়া হবে না।

তিনি বলেন, ময়মনসিংহ অঞ্চলের জুয়া একটি জাতীয় সমস্যা। এ অঞ্চলে জুয়া খেলার কথা কানে আসে। মাদক ও জুয়া একসূত্রে গাঁথা। মাদক ব্যবসা বন্ধ করতে হলে জুয়া খেলাও বন্ধ করতে হবে। একই সাথে তিনি বাল্যবিয়ে না দেওয়ার জন্যও বলেন। তিনি বলেন, মাদক, জুয়া ও বাল্যবিয়ের কারণে যুবসমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। কোনো অবস্থাতেই এগুলো চলতে দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, পুলিশ বাহিনী জীবন দিয়ে জনগণের জানমাল রক্ষা করতে গিয়ে প্রতি বছরই অনেক পুলিশ মারা যাচ্ছে। পুলিশ বাহিনী পরিচালনায় আমাদেরও সম্পদ ও জনবলের কিছু অভাব আছে। আমাদেরও অনেক সময় ভুল হয়। ফলে আমাদেরও অনেক সময় সমালোচনার মুখে পড়তে হয়। ফলে অনেক সময় আমরা দ্রুত নাগরিকসেবা পৌঁছে দিতে পারি না। তিনি বলেন, আমরা জনগণের সেবা করতে চাই। পুলিশের দায়িত্ব পালনে দেশের জনগণকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে পাশে থাকার আহবান জানান তিনি।
অনুষ্ঠানে মাদকাসক্ত ও মাদকব্যবসায়ীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। ছবি : জামালপুরিয়ান
অনুষ্ঠানে জামালপুর জেলার সাতটি উপজেলা থেকে ১৮৯ জন পুরুষ ও নারী মাদকাসক্ত এবং মাদকব্যবসায়ী স্বেচ্ছায় মাদক থেকে ফিরে পুলিশের কাছে আত্মসমর্পণকারীদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। তাদের মধ্যে গেল্লা ফাটাকেষ্টো, আক্তারুজ্জামান বগালী, আফজাল হোসেন ভুট্টু, সনিয়া রানী, লিটন সেনসহ আরও কয়েকজন তাদের অন্ধকার জীবনের অভিজ্ঞতা তুলে ধরে আর কখনো মাদকের সাথে জড়িত না হওয়ার অঙ্গীকার করেন। তাদেরকে পুলিশের পক্ষ থেকে স্থায়ী পুনর্বাসন ও সহযোগিতারও দাবি জানান তারা।

মাদক ছেড়ে আত্মসমর্পণকারী ইসলামপুর পৌর এলাকার লিটন সেন তার অভিজ্ঞতার কথাগুলো অনুষ্ঠানে খোলামেলাভাবে তুলে ধরেন। তিনি বললেন, আমি আগে মাদক খাইতামও না। বেচতামও না। একদিন ইসলামপুর থানার এক এসআই আইসা বলে কিছু মাদকব্যবসায়ী ধরায়ে দিবি। আরেক দিন বলে টাকা পয়সা দেই মাদকব্যবসা কর। এভাবেই আমি মাদক ব্যবসার সাথে জড়িয়ে যাই। একদিন সে-ই আমাকে ধরে হাজতে পাঠায়। এরপর আমি যাই উকিলের কাছে। উকিল বলে কি, যদি বিচি (ইয়াবা) দিতে পারস তাইলে তরে ছাড়াবো। উকিলের কথা শুইনা আমি টাসকি খাই। এই হইলো অবস্থা। আমরা সব জানি কারা বেঁচে আর কারা খায়। জানি না আমার কি হব। আমি আর কখনও মাদক খাবো না। মাদক ব্যবসাও করবো না। পুলিশ আমাদের পাশে থাকলে সবার নাম বলে দিবো।




খোঁজার শব্দ: মোস্তফা মনজু, জামালপুর, mustafa monzu, জামালপুরের খবর, খবর, নিউজ, Jamalpur, অপরাধ, crime, পুলিশ, মাদক, police, AIGP, আইজিপি,
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال