আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জাতীয় বিশ্ববিদ্যালয় : ২০১৭ সালের ডিগ্রি ৩য় বর্ষ পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণ



জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের আবেদন শুরু ২ মে। আবেদন করা যাবে ২২ মে পর্যন্ত।

৩০ এপ্রিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত একটি নোটিশে এ তথ্য জানানো হয়।

নোটিশে জানানো হয়, ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল পুন:নিরীক্ষণের জন্য আগামী ২ মে সকাল ১০টা থেকে ২২ মে দুপুর ২টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে এবং ২২ মে বিকেল ৪টা পর্যন্ত সোনালী সেবার মাধ্যমে ব্যাংকে টাকা জমা দেওয়া যাবে। নির্ধারিত সময়ের পূর্বে অথবা পরে আবেদন ফরম পূরণ করা, পে স্লিপ (Pay Slip) ডাউনলোড করা এবং কোনো টাকা জমা দেওয়া যাবে না।

ফলাফল পুন:নিরীক্ষণ ফি প্রতি পত্র ৫০০ টাকা এবং এই ফি অবশ্যই সোনালী সেবার মাধ্যমেই জমা দিতে হবে।

সোনালী সেবার পে স্লিপ বের করতে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.nu.ac.bd থেকে Services এ গিয়ে সোনালী সেবা Pay Slip ক্লিক করুন। তারপর Student fee থেকে Re-scrutiny সিলেক্ট করুন। তারপর সার্চ অ্যাপ্লিকেন্টে তথ্য দিয়ে আপনার ফরম বের করে পরবর্তী ধাপ সম্পূর্ণ করুন।

উল্লেখ যে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০১৭ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল ২৮ এপ্রিল বিকেল চারটায় প্রকাশ করা হয়। সারা দেশের ৬৯৬টি কেন্দ্রে ১ হাজার ৭৭৩টি কলেজের সর্বমোট ২ লাখ ২০ হাজার ৭৮৪ জন (নিয়মিত, অনিয়মিত ও মান উন্নয়নসহ) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নিয়েছে। গড় উত্তীর্ণের হার শতকরা ৪৯ ভাগ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال