আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

রংপুরে হিন্দুদের নির্যাতনের প্রতিবাদে জামালপুরে মানববন্ধন

রংপুরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও দোকানপাটে হামলা, ভাংচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার বিকেলে জামালপুর শহরের দয়াময়ী মোড়ে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট মানবাধিকার সংগঠক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতিমন্ডলীর সদস্য সাবেক পৌর কাউন্সিলর সিদ্ধার্থ শংকর রায়, সাধারণ সম্পাদক রমেন বণিক ও শহর শাখার সাধারণ সম্পাদক দয়াময়ী মন্দিরের পুরোহিত বিপুল কাঞ্জি লাল, জামালপুর জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও মানবাধিকারকর্মী মো. হুরমুজ আলী প্রমুখ।

বক্তারা বলেন, রংপুরে হিন্দু সম্প্রদায়ের পরিবারের লোকদের উপর যে বর্বরোচিত হামলা, ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে তা কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না। তারা এই নির্যাতনের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান এবং এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال