আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে উদীচীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত

‘চলেছি তো অবিরাম মানুষের মিছিলে, লড়ছি তো মুক্তির শপথে’ এই শপথ উচ্চারণের মধ্য দিয়ে শুক্রবার জামালপুরে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়। এ উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদ জামালপুর কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিষ্ঠাবার্ষিকের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে। জামালপুরের প্রবীণ বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক ও সাংবাদিক সুশান্ত কুমার দেব কানু মঙ্গল প্রদীপ জ্বালিয়ে প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
মঙ্গল প্রদীপ জ্বালিয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন প্রবীণ বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক সুশান্ত কুমার দেব কানু। ছবি : মোস্তফা মনজু
উদ্বোধনী পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রবীণ বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক ও সাংবাদিক সুশান্ত কুমার দেব কানু। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য মোস্তাফিজুর রহমান, উদীচীর উপদেষ্টামন্ডলীর সদস্য কবি আলী জহির, গান্ধী আশ্রমের ট্রাস্টি হিল্লোল সরকার, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জামালপুর জেলা কমিটির প্রতিনিধি মারুফ আহমেদ খান মানিক, নাট্য সংগঠন নাট্যনীড়ের সাধারণ সম্পাদক সাগর মুখার্জী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক নূরে আলম সুজন, নাট্য সংগঠন থিয়েটার অঙ্গনের সদস্য ফেরদৌস তাসনিম বিপাশা, নৃত্যকথার প্রতিনিধি মেহেদী প্রমুখ।
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা। ছবি : জামালপুরিয়ান
শুভেচ্ছা বক্তব্য শেষে অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন প্রবীণ বিশিষ্ট উচ্চাঙ্গ সঙ্গীত প্রশিক্ষক ও সাংবাদিক সুশান্ত কুমার দেব কানু এবং উদীচীর সাংগঠনিক পতাকা উত্তোলন করেন উদীচীর কেন্দ্রীয় সংসদের সদস্য সহসভাপতি মাহমুদ সেলিম। উদীচী শিল্পীগোষ্ঠী জামালপুর জেলা সংসদের শিল্পীরা জাতীয় সঙ্গীত পরিবেশন করেন।
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে দর্শকবৃন্দ। ছবি : জামালপুরিয়ান
পরে অনুষ্ঠানস্থল থেকে প্রতিষ্ঠাবার্ষিকের বর্ণাঢ্য শোভাযাত্রা রেব হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের বকুলতলা মোড় হয়ে পুনরায় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকের শোভাযাত্রা। ছবি : জামালপুরিয়ান
এ ছাড়া রাতে উদীচী জামালপুর জেলা সংসদের সভাপতি অধ্যাপক মো. আবুল হাসনাত তালুকদারের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জামালপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, উদীচীর কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মাহমুদ সেলিম, সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী ইমাম দুলাল ও সদস্য মোস্তাফিজুর রহমান প্রমুখ।
উদীচীর প্রতিষ্ঠাবার্ষিকের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : জামালপুরিয়ান
আলোচনা সভায় উদীচী জামালপুর জেলা সংসদের সাবেক সভাপতি, ভাষাসৈনিক ও শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আব্দুস সাত্তারকে মরণোত্তর এবং উদীচী জামালপুর জেলা সংসদের সাবেক সভাপতি ও সমাজকর্মী জাহানারা খুররমকে সম্মাননা প্রদান করা হয়। সৈয়দ আব্দুস সাত্তারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন তার ছেলে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সহযোগী অধ্যাপক স্বপন সাইয়েদ।
সম্মাননা গ্রহণ করেন জাহানারা খুররম। ছবি : জামালপুরিয়ান
সম্মাননা গ্রহণ করেন সৈয়দ আব্দুস সাত্তারের ছেলে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের সহযোগী অধ্যাপক স্বপন সাইয়েদ। ছবি : জামালপুরিয়ান
সম্মাননাপ্রাপ্তদের উদ্দেশে মানপত্র পাঠ করেন উদীচী জেলা সংসদের সদস্য আবু সাঈদ রিফাত ও আরিফা আক্তার মিতু।

পরে উদীচীর শিল্পীরা গীতিআলেখ্য ‘ইতিহাস কথা কও’ পরিবেশন করেন।
উদীচী শিল্পীদের পরিবেশনায় গীতিআলেখ্য 'ইতিহাস কথা কও'। ছবি : মোস্তফা মনজু
 
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال