টানা চতুর্থ বারের মত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ক্রিকেট ট্রফি ঘরে তুলল ভারত। শনিবার ফাইনালে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত।
এদিন টসে জিতে ব্যাট নেয় অস্ট্রেলিয়া। ২১৬ রান করে গুটিয়ে যায় তাদের ইনিংস। জবাবে ব্যাট করতে এসে ১১.১ ওভার বাকী থাকতেই ২১৬ রানের গণ্ডি পেরিয়ে যায় দ্রাবিড়ের শিষ্যরা। মনজোত কালরার অপরাজিত ১০১ রানের ওপর ভর করে জয়ের লক্ষ্যমাত্রায় পৌঁছে ভারত।
বৃষ্টিতে বেশ কয়েকবার খেলা বন্ধ ছিল। তখন ভারতের ইনিংস ৪ ওভারে ২৩ রান। তারপর আর পিছে ফিরে তাকাতে হয়নি ভারতকে। স্বভাবজাত ব্যাটিং করে জিতে যায় দল। সূত্র: এনডিটিভি
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!