আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ১৭ মার্চ


সারাদেশে চলচ্চিত্র নির্মাণ কর্মশালার আয়োজন করেছে চলচ্চিত্র সংসদ ‘সিনেমা বাংলাদেশ’। ‘লেটস সিনেমা’ আওয়াজে ‘ফিল্ম মেকিং অ্যারাউন্ড দ্য কান্ট্রি’ শিরোনামে ১ মার্চ রংপুরে কর্মশালা অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হয় ।

সেই ধারাবাহিকতায় জামালপুর জেলায় চলচ্চিত্র নির্মাণ কর্মশালা ১৭ মার্চ অনুষ্ঠিত হবে। জামালপুর জিলা স্কুল ফটোগ্রাফি ক্লাব আঞ্চলিক আয়োজক হিসেবে জামালপুরে কর্মশালাটি আয়োজন করছে।

আয়োজক সূত্রে জানা গেছে, কর্মশালার জন্য জামালপুর জিলা স্কুল মিলতায়নকে ভেন্যু করা হয়েছে। কর্মশালায় অংশ নিতে ১৫০ টাকা ফি দিয়ে নিবন্ধন করতে হবে। যে কেউ নিবন্ধনের আবেদন করতে পারবেন। তবে আসন সংখ্যা সর্বোচ্চ ৩০ জন। নিবন্ধন ১৪ মার্চের মধ্যে করতে হবে।

নিবন্ধনের জন্য মুঠোফোন নম্বর 01762619756 অথবা ইমেইল- irtizadip657@gmail.com যোগাযোগ করতে হবে।

কর্মশালায় খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।

Film Making Workshops, Cinema Bangladesh is going to organize ​a film making workshop around the country, flim making jamalpur
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال