আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান অ্যাওয়ারনেস ৩৬০ জামালপুরে তাদের কার্যক্রম শুরু করেছে। 'ছে ইয়েস টু চেঞ্জ' বা ‘পরিবর্তনের পক্ষে কথা বলো’ এই প্রতিপাদ্য নিয়ে তারা সম্প্রতি যাত্রা শুরু করেছে।
জানা গেছে, অ্যাওয়ারনেস ৩৬০ জামালপুর জিলা স্কুল মিলনায়তনে ২৮ ফেব্রুয়ারি প্রথম আয়োজন করে 'অ্যাওয়ারনেস ফর উইমেন: ইমপাওয়ারমেন্ট এন্ড হেলথ' বা ‘নারীর জন্য সচেতনতা: ক্ষমতায়ন এবং স্বাস্থ্য’ শীর্ষক বিশেষ আলোচনা সভা। আলোচনা সভায় উদ্বোধনী বক্তব্য রাখেন জামালপুর জিলা স্কুলের প্রধান শিক্ষিকা শামছুন্নাহার।
সভায় জামালপুরের স্কুল পর্যায়ের ৪০ জন শিক্ষার্থী অংশ নেয়। সভাটি দুটি পর্যায়ে অনুষ্ঠিত হয়। প্রথম পর্যায়ে নারীর ক্ষমতায়ন বিষয়ে কথা বলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মছিরুন্নেসা। তিনি বলেন, নারীদের পিছিয়ে রেখে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। এ ছাড়া তিনি বাল্যবিবাহ, ইভটিজিং এবং এসব রোধে তাৎক্ষণিক কোথায় যোগাযোগ করতে হবে তা আলোচনা করেন।
দ্বিতীয় পর্যায়ে মহিলা স্বাস্থ্য নিয়ে কথা বলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রভাষক চিকিৎসক সায়েদাতুস সাবা নাতাশা। তিনি বলেন, মাসিক কোনো রোগ নয়। এটা অপবিত্রতাও নয়। ছেলে ও মেয়ে উভয়েরই এ নিয়ে জানতে হবে।
সভায় জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ ও জামালপুর জিলা স্কুলের মোট ১৫ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন।
সভা সঞ্চালনা করেন শেখ হাসিনা মেডিকেল কলেজেরর তৃতীয় বর্ষের ছাত্র এবং সংস্থাটির বাংলাদেশের কোর সদস্য ইরতিজা হক ওসমানী দীপ। তিনি বলেন, বিজ্ঞানের এই যুগেও এখনও অনেক কিছু লুকানো। আমরা সবাই অনেক কিছু জানি কিন্তু এড়িয়ে যাই। যার জন্য অনেক দুর্যোগ হয়, মহামারি হয়, রোগবালাই হয়। এইসব অন্ধকারে থাকা বিষয়গুলো নিয়ে সমাজকে সচেতন করতেই আমাদের এই প্রয়াস।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন ঝাউলা গোপালপুর কলেজের সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস ও জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক হিশাম আল মহান্নাভ।
উল্লেখ, অ্যাওয়ারনেস ৩৬০ সংস্থাটি ২০১৬ সালে যাত্রা শুরু করে। বর্তমানে বাংলাদেশ ছাড়াও ফ্রান্স, মঙ্গোলিয়া, মালয়েশিয়াসহ আরও কয়েকটি দেশে এর কার্যক্রম চলছে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!