জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে ১ ডিসেম্বর বিশ্ব এইডস দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘এইচআইভি পরীক্ষা করুন, নিজেকে জানুন।’
![]() |
| সিভিল সার্জন কার্যালয়ে আয়োজনে বিশ্ব এইডস দিবসের শোভাযাত্রা। ছবি : জামালপুরিয়ান |
বিশ্ব এইডস দিবস উপলক্ষে সকাল দশটায় শহরের বকুলতলা মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা হাকিম মো. শফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল করিম প্রমুখ।
![]() |
| আলোচনা সভায় অতিরিক্ত জেলা হাকিম মো. শফিকুল ইসলাম ও অন্যান্য অতিথিবৃন্দ। ছবি : জামালপুরিয়ান |
সভার শুরুতেই এইডস প্রতিরোধে করণীয় এবং বিশ্ব এইডস দিবসের তাৎপর্য প্রসঙ্গে প্রজেক্টরের মাধ্যমে তথ্যচিত্র তুলে ধরেন উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকিম মাহমুদ সাদী। এতে কিভাবে এইডস ছড়ায়, এইডস রোগের এইচআইভি ভাইরাস যেভাবে ছড়ায় না এবং এইডস থেকে বাঁচার উপায় সম্পর্কে আলোচনা করা হয়। আলোচনা সভায় সঞ্চালনা করেন সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান।
শোভাযাত্রা এবং আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের শিক্ষক ও শিক্ষার্থী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

