আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে রেল অভিযাত্রা প্রচারাভিযান

নিরাপদ, সাশ্রয়ী ও জনপ্রিয় পরিবহন হিসেবে বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও রেলের সার্বিক উন্নয়নের দাবিতে বিভিন্ন সংগঠন ৭ ডিসেম্বর দুপুরে জামালপুরে রেল অভিযাত্রা প্রচারাভিযান চালিয়েছে। ঢাকা থেকে পরিবেশ বাঁচাও আন্দোলন-পবাসহ দশটি স্বেচ্ছাসেবী সংগঠনের একটি প্রতিনিধি দল এ অভিযাত্রায় অংশ নেন।

জামালপুর রেলস্টেশনে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন অবরোধ। ছবি : জামালপুরিয়ান
রেল অভিযাত্রা কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধি দলটির সদস্যরা ৭ ডিসেম্বর ঢাকা থেকে আন্ত:নগর তিস্তা এক্সপ্রেস ট্রেনে করে বেলা সোয়া ১২টায় জামালপুর রেলস্টেশনে পৌঁছান। তারা ওই ট্রেন থেকে নেমে ট্রেনটির ইঞ্জিনের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে পাঁচ মিনিট সময়ের জন্য প্রতীকি ট্রেন অবরোধ করেন। পরে তারা রেলস্টেশন প্লাটফরমে বৃহত্তর ময়মনসিংহসহ সারাদেশে যাত্রীসেবা নিশ্চিতকরণ ও রেলের সার্বিক উন্নয়নের দাবিতে সংক্ষিপ্ত সমাবেশ করেন।

নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীণ সাংবাদিক এ এ কে মাহমুদুল হাসান দারা, বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি রাশেদুল হাসান শেলী, খিলগাঁও সংস্থার সভাপতি মো. লুৎফর রহমান, উদীচীর কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলী ঈমাম দুলাল, পরিবেশ বাঁচাও আন্দোলন-পবা জামালপুর জেলা শাখার সভাপতি শফিক জামান ও সাধারণ সম্পাদক আইনজীবী মো. ইউছুফ আলী, পরিবেশ রক্ষা আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি মো. জাহাঙ্গীর আলম, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল প্রমুখ।

জামালপুর রেলস্টেশনে রেল অভিযাত্রার প্রচারাভিযানের সমাবেশ। ছবি : জামালপুরিয়ান
বক্তারা জামালপুর টু ঢাকা ডাবল লাইন রেলপথ নির্মাণ প্রকল্পের দ্রুত বাস্তবায়ন, সারা দেশে পর্যাপ্ত ইঞ্জিন, বগি, ওয়াগন ও রেল লাইন বৃদ্ধি করা, জনবল নিয়োগ ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করা, ট্রেনের সময়সূচি, ব্যবস্থাপনা ও সেবা উন্নত করা, বড় ও ছোট শহরগুলোতে আধা ঘন্টা পরপর শাটল ট্রেন চালু করা, রেলের জমি পুনরুদ্ধার, রক্ষণাবেক্ষণ এবং ট্রেনের টিকিট কালোবাজারি ও সকল প্রকার দুর্নীতি বন্ধ করাসহ ১২ দফা দাবি তুলে ধরে সরকার ও রেল কর্তৃপক্ষের সুনজর দেওয়ার দাবি জানান।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال