আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুর-শেরপুরের উপাসনালয়ে র‌্যাবের বিশেষ নিরাপত্তা টহল


শ্রীলংকার রাজধানী কলম্বোসহ শহরতলির বিভিন্ন গির্জা ও শ্রীলংকার বিভিন্ন বিলাসবহুল হোটেলে ইস্টার সানডে অনুষ্ঠানে ভয়াবহ ধারাবাহিক বোমা হামলার পরিপ্রেক্ষিতে জামালপুর ও শেরপুর জেলার বিভিন্ন মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের সদস্যরা ২১ এপ্রিল সকাল থেকে ভিন্নধর্মী বিভিন্ন উপাসনালয়গুলোতে টহল দেওয়া শুরু করে।

র‌্যাব-১৪ এর উপপরিচালক পুলিশ সুপার তোফায়েল আহমেদ মিয়া জানান, জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ সংলগ্ন হলি ব্যাপটিস্ট চার্চ, শরীফপুরে ডেঙ্গার ঘর চার্চ, শেরপুর সদরে অবস্থিত কসবা কাঠঘর রোমান ক্যাথলিক চার্চ, কসবা কাঠঘর ব্যাপটিস্ট চার্চ, ঝিনাইগাতীতে মরিয়মনগর ক্যাথলিক চার্চ, শ্রীবর্দীতে হারিয়াকোনা ব্যাপটিস্ট মন্ডলী চার্চ, বাবলাকোনা ব্যাপটিস্ট মন্ডলী চার্চ, নালিতাবাড়ীতে বারমারী ক্যাথলিক চার্চসহ এই দুই জেলার সকল মন্দির, গীর্জা ও প্যাগোডায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, সব ধর্মের মানুষ যাতে নির্বিঘ্নে ও নির্ভয়ে তাদের উপাসনালয়গুলোতে উপাসনা করতে পারে এ ব্যাপারে র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্প তাদের আওতাধীন এলাকায় টহল কার্যক্রম ত্বরান্বিত করেছে এবং উক্ত কার্যক্রম অব্যাহত আছে। ভিন্ন ধর্মাবলম্বী মানুষদের এ বিষয়ে আতংকিত হওয়ার কিছু নেই। শুধু মাত্র বিশেষ সতর্কতা হিসেবে র‌্যাবের টহল কার্যক্রম চলমান। যে কোন ধরনের নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় র‌্যাব তৎপর রয়েছে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال