আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে দোকানে সিগারেটের মোড়ক প্রদর্শন করায় তিনজনকে জরিমানা


জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকায় ৮ মে বুধবার দুপুরে অভিযান চালিয়ে দোকানে সিগারেটের মোড়ক প্রদর্শন করায় তিনজন দোকান মালিককে ১১ হাজার ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের দুজন নির্বাহী হাকিম এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম জামালপুর পৌরসভার ডাকপাড়া চৌরাস্তা মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় সিগারেটের মোড়ক প্রদর্শন করায় কাকন স্টোরের মালিক মো. তোফাজ্জল হোসেনকে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (২০১৩ সালের সংশোধনী) এর ৫(১) ধারায় এক হাজার টাকা জরিমানা করা হয়। মো. তোফাজ্জল হোসেন ডাকপাড়া এলাকার মো. আব্দুর রশিদের ছেলে।


অপরদিকে একই দিন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. নজরুল ইসলাম জামালপুর পৌরসভার ছনকান্দা ফেরিঘাট ও ডাকপাড়া মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় সিগারেটের খালি মোড়ক প্রদর্শন করায় ছনকান্দা ফেরিঘাট এলাকার দাদীমা স্টোরের মালিক মো. সোহানকে ৫০০ টাকা ও ডাকপাড়া মোড়ের মিনাল স্টোরের মালিক মিনালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদেরকে ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন (২০১৩ সালের সংশোধনী) এর ৫(১) ধারায় এ জরিমানা করা হয়। মো. সোহান ছনকান্দা ফেরিঘাট এলাকার মো. আব্দুল লতিফের ছেলে ও মিনাল শেরপুর জেলার সদর উপজেলার কুলুরচর গ্রামের মো. শাহীনের ছেলে।

সিভিল সার্জন কার্যালয়ের কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান ও সদর থানার পুলিশ এ অভিযানে অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال