আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত


জামালপুরে ৮ মে বুধবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জামালপুরের সিভিল সার্জন কার্যালয় শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে সকাল ১০টায় জামালপুর জেনারেল হাসপাতালের সামনে থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিভিল সার্জন কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সিভিল সার্জন কার্যালয়ের বীর মুক্তিযোদ্ধা ডা. নজরুল ইসলাম সভাকক্ষে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মাহফুজুর রহমান, জামালপুর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা চিকিৎসক কে এম শফিকুজ্জামান, সিভিল সার্জন কার্যালয়ের কণিষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান, ইউএনএফপিএ এর মাঠ কর্মকর্তা মো. আতাহার আলী প্রমুখ।

এসব কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও উপকারভোগীরা অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال