আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

শুভ জন্মদিন গল্পের জাদুকর হুমায়ূন আহমেদ

হুমায়ূন আহমেদ- ছবি : সংগৃহীত
হুমায়ূন আহমেদ স্যারকে তখনও সেইভাবে চিনি না। ১৯৯৯ সালে আমি ৩য় শ্রেণিতে পড়ি। জামালপুর পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয়ে। বয়স ৮। '৯৯ সালে বিটিভিতে 'আজ রবিবার' ধারাবাহিক নাটকটি প্রচার হয়। হুমায়ূন আহমেদ স্যারকে চিনি না কিন্তু তার নাটক 'আজ রবিবার' ভালো লাগতো। কিচ্ছু বুঝি না, শুধু অদ্ভূত লাগে আরকি। অন্যরকম একটি আকর্ষণ কাজ করে।

'কোথাও কেউ নেই' এ বাকের ভাই আসেন আরও আগে। বিটিভিতে প্রথম প্রচার হয় '৯২-'৯৩ সালে। তখন তো আমরা শিশু।

এরপরে তিনি 'নিমফুল' আর 'সবুজ সাথী' দিয়ে মুগ্ধ করেছেন।

আগুনের পরশমণি সিনেমাটা তো বহুবার দেখিছি। শ্রাবণ মেঘের দিন এর শেষ দৃশ্যে আমারও চোখে জল এসেছিল।

স্যারের লেখা পড়া হয়েছে অনেক পরে, এসএসসি স্টেজ থেকে। নাটক আর সিনেমা দিয়েই তাকে আমি চেনা শুরু করি।

হুমায়ূন আহমেদ গল্পের জাদুকর। পাঠক তৈরির কারিগরও বলা যায়। তার শব্দচয়ন, সংলাপ, চরিত্র সবকিছুই আজও মন্ত্রমুগ্ধ করে রেখেছে আমাদের।

আজ ১৩ নভেম্বর গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিন। ১৯৪৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। কিন্তু তিনি ২০১২ সালের ১৯ জুলাই ৬৩ বছর বয়সে মারা যান।

তিনি নেই কিন্তু তার সৃষ্টি বেঁচে আছে। তাঁর অসংখ্য সৃষ্টির মধ্যে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল ধরে। বেঁচে থাকবে তার প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা।

গল্পের জাদুকর হুমায়ূন আহমেদের জন্মদিনে তার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال