'হে মনন মাহাদি, তুমি তো আগের মতই আছো। সবাই চেঞ্জ হয়ে গেছে।' আমার মুখ দেখে অবাক হয়ে গতকাল সন্ধ্যায় কথাগুলো বলে উঠলো বাল্যবন্ধু সোহেল রানা অলি।
বাসা থেকে বের হয়ে রাস্তার মোড়ে গিয়েছি। আমাকে দেখে চা খাওয়ার আমন্ত্রণ জানালো সে। কাছে যেতেই কুশল বিনিময়ের পর তখন বলল সে ওই কথাটি।
আমার চেহারাতে বাচ্চা বাচ্চা ভাবটা আছে। এটাই বোধ হয় পরিবর্তনটা ঢেকে রেখেছে। মানে আমাকে দেখে অনুমান করার উপায় নেই যে বয়স ২৯ হয়ে গেছে। কণ্ঠ শুনে ধাক্কা খাবে যে কেউ আরও। তার কাছেও তাই এমনি মনে হয়েছে আমার মনে হয়।
যাইহোক, চা খেতে খেতে অলির সাথে আলাপ হলো অনেক। সব তো আর বলা যাবে না। এর মধ্যে একটি কথা উঠলো যে, 'সময় চলে যাওয়ার পর আমরা বুঝতে পারি সময় চলে গেছে, আসলে তখন আর বুঝে কোনই লাভ থাকে না। গুরুত্বটা বুঝতে হবে আগেই এবং সে অনুযায়ী কাজ করতে হবে।'
আমার ফেসবুক প্রোফাইল : https://www.facebook.com/MononMahadee
আমার ইউটিউব চ্যানেল : https://www.youtube.com/channel/UCxOGaHwfhs3htqYDuUpc7uw
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!