আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

আলোকচিত্র : কাকতাড়ুয়া


যুগ যুগ ধরে এ দেশের কৃষকরা তাদের ক্ষেতের সবজি ও ফসল পাখি ও বন্য প্রাণীদের কবল থেকে রক্ষার জন্য কাকতাড়ুয়া ব্যবহার করতেন। এতে যেমন পরিবেশ রক্ষা পেতো, অপরদিকে বিষমুক্ত সবজি ফসল উৎপাদন করতো।

পাশাপাশি পাখি ও বিলুপ্ত প্রায় বন্য পশু রক্ষা পেতো। ইদানিংকালে কৃষকরা ওই সব সনাতন পদ্ধতি ব্যবহার না করে উচ্চমাত্রার কীটনাশক ও বিষাক্ত গ্যাস বড়ি ব্যবহার করছে। এতে সবজি ও ফসলে ঢুকে পড়ছে মারাত্মক কীটনাশক তেমনি মারা যাচ্ছে পাখিসহ নানা বন্য পশু।

আজও গ্রামের কিছু কিছু কৃষক সেই সনাতন কাকতাড়ুয়া ব্যবহার করে বিষমুক্ত সবজি উৎপাদন করছে। ছবিটি জামালপুরের মাদারগঞ্জ পৌর এলাকার চাঁদপুর গ্রামের একটি বেগুন ক্ষেত থেকে ১২ জানুয়ারি তোলা।

ছবি ও কথা : সাংবাদিক জাহিদুর রহমান উজ্জ্বল
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال