পরিবার সূত্র জানায়, সাংবাদিক আরিফ মাহমুদ (৪৫) দীর্ঘদিন ধরে বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। ৩ এপ্রিল সকালে তাকে জামালপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বেলা ১টার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ জামালপুর শহরের পাথালিয়া গ্রামের নিজ বাড়িতে নেওয়া হলে পরিবারের স্বজন ও প্রতিবেশীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। মৃত্যুকালে স্ত্রী ও দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন রেখে গেছেন তিনি। ৩ এপ্রিল রাতে এশার নামাজের পর পাথালিয়ায় বায়তুল আমান জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাকে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক আরিফ মাহমুদের অকাল মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।