আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

অল বাংলাদেশ নিউজপেপার ডটকমের কথা


জামালপুরিয়ান ব্লগে পোস্ট দেওয়ার পর হাইস্ট্যাট.কমে গিয়ে ভিজিটর, লাইভ ভিজিটর, রেফারিং সাইট এগুলো দেখার চেষ্টা করি। আজও ব্যতিক্রম হয়নাই। তো রেফারিং সাইট সাধারণত ফেসবুকই হয়।  কারণ এখানে লিংকটা শেয়ার টেয়ার করি


কিন্তু আজ লিস্টে দেখি অল বাংলাদেশ নিউজপেপার ডটকম থেকে  একজন ভিজিটর আসছে। ঘটনা কি? আমি তো এড করি নাই। 


তারপর সাইটে গিয়ে দেখি এরা লিংক সংগ্রহ করে। মানে ডিরেক্টরি টাইপের আরকি।  বিশেষত্ব নিউজ সাইট। দেশি বিদেশি নিউজপেপার, অনলাইন ও টিভির ডিরেক্টরি। তবে জব সাইট ও এনজিও’র ডিরেক্টরিও আছে। আর আছে সাবমিট নিউজপেপারস নামে একটি মেনু। এখানে ক্লিক দিলে গুগল ফরম বের হয়। সেখানে কিছু তথ্য পূরণ করে পাঠাতে হয়। আপনিও চাইলে আপনার সাইটের তথ্য দিয়ে আবেদন করে দিতে পারেন।


যাই হোক অল লোকাল নিউজপেপার মেনুতে ক্লিক দিলে পেজ আসার পর রিলেটেড শব্দটি ব্যবহার করে জেলার নামগুলো আছে। এখানে ক্লিক দিলে https://allbangladeshnewspaper.com/jamalpur/ এই পেজটি বের হলো।


যেখানে লিস্ট অব জামালপুর নিউজপেপারস এ যুক্ত সাতটি’র মধ্যে আমার জামালপুরিয়ান ব্লগও একটি। ও আচ্ছা এই ব্যাপার।  এটাকে অনলাইন নিউজপেপার মনে করে যুক্ত করে দিছে। 


তো পাঠক বন্ধুগণ আপনারা আবার ভুল বুঝবেননা যেন। জামালপুরিয়ান আসলে জামালপুরের সংবাদগুলো আপনাদের সাথে কানেক্ট করার চেষ্টা করে। সে কারণে নির্বাচিত শিরোনাম নিয়ে হাজির হওয়ার চেষ্টা করছি। এটা দিয়ে আমি আরেকটা বিষয় প্রমাণ করি, পত্রিকাগুলো আমি নিয়মিত চেক করি, পড়ি।


যদিও এখানে কিছু সংবাদ পোস্ট করা হয়েছে বা হয়। সেগুলো সংগ্রহে রাখায় মূল উদ্দেশ্য।  বিশেষ করে জামালপুরের গুণি মানুষদের মৃত্যুর সংবাদগুলো। যা বাংলারচিঠিডটকমের ওপর নির্ভর করতে হয়। তাই সব হয়তো যুক্ত করা হয় না।


দিনশেষে জামালপুরিয়ানও ডিরেক্টরিই। আর আমার ব্যক্তিগত বিষয় নিয়েও লেখা রয়েছে, হবেও।


 

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال