আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সাংবাদিক আমিনুল ইসলাম লিটন আর নেই


ডেইলি স্টারের জামালপুর জেলা প্রতিনিধি সাংবাদিক ও অধ্যাপক এ বি এম আমিনুল ইসলাম লিটন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। ১ মে শনিবার ভোরে ভারতের দিল্লীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


দিল্লী থেকে এবিএম আমিনুল ইসলাম লিটনের স্ত্রী শারমিন জাহান জানান, কিডনি চিকিৎসার জন্য গত বছরের ডিসেম্বরে তিনি সস্ত্রীক ভারতে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৪ এপ্রিল তারা স্বামী-স্ত্রী দুজনই করোনায় আক্রান্ত হন। পরে অবস্থার অবনতি হলে আমিনুল ইসলাম লিটনকে ২০ এপ্রিল দিল্লীর স্থানীয় একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। ৩০ এপ্রিল তার করোনা রিপোর্ট নেগেটিভ আসে, তবে ব্রেইন স্ট্রোক করে ১ মে ভোরে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 


এবিএম আমিনুল ইসলাম লিটনের বয়স হয়েছিল ৫২ বছর। তার এক মেয়ে ও এক ছেলে সন্তান রয়েছে। তিনি জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সহসভাপতি ছিলেন। তার বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলায়। তিনি মাদারগঞ্জের নুরুন নাহার মির্জা কাশেম মহিলা কলেজের ইংরেজি বিষয়ে অধ্যাপনা করতেন। তার মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال