আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের সাংবাদিক আজিজুর রহমান ডলের বড় ভাই আতাউর রহমান বুলবুল আর নেই

আতাউর রহমান বুলবুল
আতাউর রহমান বুলবুল 

জামালপুর শহরের কাছারীপাড়া সিংহজানী হাই স্কুল রোড এলাকার মরহুম সাবির উদ্দিন আহমেদের বড় ছেলে এবং দৈনিক জনকণ্ঠের জামালপুর জেলার নিজস্ব সংবাদদাতা ও জামালপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক আজিজুর রহমান ডলের বড় ভাই আপন প্রিন্টিং প্রেসের মালিক আতাউর রহমান বুলবুল (৬৩) আর নেই।


তিনি ১৩ জুন রবিবার বিকেল ৪টা ১০ মিনিটে জামালপুর শহরের কাছারীপাড়া সিংহজানী স্কুল রোডে নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।


তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অনেক আত্মায়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। ১৩ জুন রাতে এশার নামাজের পর মরহুমের বাসা সংলগ্ন নতুন শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে নামাজে জানাজার পর জামালপুর পৌরকবরস্থানে তাকে সমাহিত করা হয়।


তাঁর মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এমপি, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এমপি, জামালপুর সদরের এমপি প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, বাংলারচিঠিডটকম এর প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু ও সম্পাদক জাহাঙ্গীর সেলিমসহ শহরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال