আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সাংবাদিক ও মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিমের মা আর নেই


অনলাইন পত্রিকা বাংলারচিঠিডটকমের সম্পাদক ও জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সভাপতি মানবাধিকার সংগঠক জাহাঙ্গীর সেলিমের মা জেলেখা বেওয়া আর নেই। শুক্রবার ২২ ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২টায় জামালপুর পৌরসভার তিরুথা বটতলায় নিজ বাড়িতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৯৩ বছর।

জাহাঙ্গীর সেলিম জানান, তার মায়ের জানাজা নামাজ ২২ ডিসেম্বর এশা নামাজের পর নিজবাড়িতে অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ বাকী বিল্লাহসহ বিপুল সংখ্যক মুসল্লি এই জানাজা নামাজে অংশ নেন।

সাংবাদিক জাহাঙ্গীর সেলিমের মায়ের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. ওয়ারেছ আলী মামুন, উন্নয়ন সংঘের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলাম, বাংলারচিঠি ডটকমের প্রকাশক মোহাম্মদ মাইনুল ইসলাম মুনু, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ইউসুফ আলী ও সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শওকত জামান ও সাধারণ সম্পাদক কবি জাকারিয়া জাহাঙ্গীর, জামালপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মুস্তাফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মো. মাসুদুর রহমান চৌধুরী, জামালপুর অনলাইন জার্নালিস্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক কবি রাজন্য রূহানীসহ গণ্যমান্য ব্যক্তিরা বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন। 

( বাংলারচিঠিডটকম থেকে সংগৃহীত)

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال