৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ : সাতক্ষীরায় লক্ষ্মীপুরকে ৭ উইকেটে হারিয়েছে জামালপুর

৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের সাতক্ষীরা স্টেডিয়াম ভেন্যুর শেষ ম্যাচে ১০ মার্চ লক্ষ্মীপুর জেলা ক্রিকেট দলকে ৭ উইকেটে পরাজিত করেছে জামালপুর জেলা ক্রিকেট দল। সেঞ্চুরি করে ম্যাচসেরা হয়েছেন জামালপুর জেলা দলের ব্যাটার ইমরান ফাহাদ আনন্দ।

সাতক্ষীরা স্টেডিয়ামে জামালপুর জেলা ক্রিকেট দলের ক্রিকেটারদের সাথে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

১০ মার্চের ম্যাচের আগে টস জিতে লক্ষ্মীপুর জেলা দলের অধিনায়ক তানজিদ আহমেদ ইমন ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। তারা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৪৯.২ ওভারে সব উইকেট হারিয়ে সংগ্রহ করে ২২৩ রান। (আশিক মাহমুদ ফাহিম ১১৭, মিসবা আহমেদ ২৬, রিয়াদ হোসাইন ২৬, সাদ্দাম হোসাইন ২১, মাইনুল ইসলাম ১১*; মাহাথির মোহাম্মদ প্রত্যয় ৩/৩০, আব্দুল মোমিন ৩/৩৪, শাহরিয়ার স্বপন ৩/৩৫, মনজুর ইবনে শওকত ১/২৯, বোলাররা অতিরিক্ত দিয়েছে ১৪ রান।)

ম্যাচের দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য ২২৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নামেন জামালপুর জেলা দলের অধিনায়ক আব্দুল মোমিনরা। তারা ৪৫.৫ ওভারে ৩ উইকেটের বিনিময়ে ২২৪ জয়ের লক্ষ্য পূরণ করতে সক্ষম হয়। জামালপুর জেলা দল ম্যাচ জিতেেেছ ৭ উইকেটে। (ইমরান ফাহাদ আনন্দ ১০২, মনজুর ইবনে শওকত ৪৯, রাজিব ২৬, শাহেদ আলী ২৬, মাহাথির মোহাম্মদ প্রত্যয় ১৫*; রিয়াদ হোসাইন ১/৩৭,মইন উদ্দিন ১/৬০, শাকিল হোসাইন ১/৩৪, বোলাররা অতিরিক্ত দিয়েছে ৬ রান।)

ম্যাচসেরা হয়েছেন জামালপুর জেলা দলের ব্যাটার ইমরান ফাহাদ আনন্দ। ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন মো. রিয়াজুল ইসলাম ও আরিফ হোসাইন।

জামালপুর জেলা দলের কোচ সাব্বির হোসেন শ্যামল ও ম্যানেজার নিহাদুল আলম নিহাদ এ প্রতিবেদককে জানান, জামালপুর জেলা দল দুটি ম্যাচ জিতেছে। তিনটি ম্যাচ জিততে না পারার কারণে ৪২তম জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টের টায়ার-২ ক্যাটাগরিতেই রয়ে গেল জামালপুর জেলা দল।

তারা আরো জানান, জামালপুর জেলা দলের শেষ ম্যাচ উপভোগ ও খোঁজখবর নিতে বিসিবির জেলা কাউন্সিলর ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন এবং বিসিবির গেম ডেভলপমেন্ট বিভাগের জেলা কোচ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট উপকমিটির যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মিজু সাতক্ষীরা স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।

Post a Comment

Previous Next

نموذج الاتصال