জামালপুরে ৭৬ বছর ধরে প্রিয় ‘বুড়িমার মিষ্টি’ - প্রথম আলো


স্বাদে আর মানে জামালপুরের মানুষের কাছে প্রিয় এক নাম ‘বুড়িমার মিষ্টি’। ৭৬ বছরের ব্যবসা তাদের। মিষ্টিপ্রিয় মানুষের কাছে এই দোকানের কাঁচাগোল্লা, রসগোল্লা, প্যারাসহ বিভিন্ন মিষ্টির অনেক সুনাম। সেই সঙ্গে তাদের দোকানের দই লোকজন বেশ পছন্দ করেন। এই মিষ্টির কদর শুধু জেলাজুড়েই নয়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা লোকজনও এখান থেকে দই-মিষ্টি নিয়ে যান।

জামালপুর জেলা শহরের রানীগঞ্জ বাজার এলাকায় ‘মা মিষ্টান্ন ভান্ডার’ দোকানটির অবস্থান। তবে সবাই দোকানটিকে বুড়িমার মিষ্টির দোকান হিসেবেই চিনেন। যাঁর হাত ধরে এই মিষ্টি ব্যবসার শুরু, তাঁর নাম অমলাবালা সাহা। তাঁকে সবাই বুড়িমা বলতেন, সেভাবেই তাঁর দোকান পরিচিত হয় বুড়িমার মিষ্টির দোকান হিসেবে।

<< পুরোটা পড়তে এখানে ক্লিক করুন >>


Post a Comment

Previous Next

نموذج الاتصال