জামালপুরিয়ানে আপনাকে স্বাগতম প্রিয় পাঠক বন্ধু |

জামালপুরের নির্বাচিত খবর | ২০ আগস্ট ২০২৪ | ৫ ভাদ্র ১৪৩১


প্রথম আলোতে প্রকাশিত খবরের শিরোনাম  জামালপুরের শতাধিক মানুষের ঘরবাড়ি ভেঙে জমি দখলের প্রতিবাদে বিক্ষোভ । খবরটিতে জানা যাচ্ছে, জামালপুরের বেসরকারি শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস নির্মাণের জন্য শতাধিক দরিদ্র মানুষের ঘরবাড়ি ভেঙে বালু দিয়ে ভরাট করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল হয়েছে। ২০ আগস্ট মঙ্গলবার বেলা একটার দিকে শহরের ফৌজদারি মোড়ে ‘নাওভাঙ্গাচরের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে এ বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে ভরাট করা জমিতে মানববন্ধন হয়। এতে ক্ষতিগ্রস্ত দেড় শতাধিক পরিবারের সদস্যরা অংশ নেন।

২০১৩ সালে জামালপুর শহরের নয়াপাড়া পাঁচরাস্তা মোড় এলাকার একটি ভবনে বিশ্ববিদ্যালয়টি গড়ে ওঠে। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সদ্য সাবেক সংসদ সদস্য মির্জা আজম। বোর্ড অব ট্রাস্টিজের মাধ্যমে বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হয়। ২০১৯ সালে ব্রহ্মপুত্র নদের পাড় নাওভাঙ্গাচর এলাকায় ওই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়। ওই ক্যাম্পাস নির্মাণের জন্য নাওভাঙ্গাচরের দেড় শতাধিক পরিবারের ঘরবাড়ি ভেঙে জোরপূর্বক জমি দখলের অভিযোগ করা হয় মানববন্ধন থেকে।

জামালপুর ভয়েস ‌“বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ বজলুল করিমের দুর্নীতি-অনিয়মের তথ্য চাওয়ায় সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে থানায় বানোয়াট অভিযোগ” শিরোনামে একটি খবর প্রকাশ করেছে। খবরটিতে জানা যাচ্ছে,  জামালপুরের বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. বজলুল করিম তালুকদারের বিরুদ্ধে উঠা নানা অনিয়ম, দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগের তথ্য সংগ্রহ করতে গিয়ে হুমকির শিকার হয়েছেন সাংবাদিক কাফি পারভেজ। সাংবাদিক কাফি পারভেজসহ তিনজনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ পাওয়া গেছে।

জামালপুরে গাছ থেকে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার - কালের কণ্ঠের শিরোনামের খবরটি থেকে জানা যাচ্ছে, জামালপুরের মেলান্দহে আমজাদ হোসেন (৫৮) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে উপজেলার টনকি এলাকা থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের দাবি, পেটের ব্যথার যন্ত্রণা সহ্য করতে না পেরে বাড়ির পাশে আমগাছে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন আমজাদ।...

জামালপুরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবি শিরোনামে বাংলারচিঠিডটকমের খবরটি থেকে জানা যাচ্ছে,  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান নেয়ায় স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ রোবেদ আমিনের পদত্যাগ দাবি করেছেন জামালপুরের চিকিৎসকরা। একইসাথে স্বৈরাচারের অন্যান্য দোসরদের পদত্যাগেরও দাবি জানানো হয়। ২০ আগস্ট মঙ্গলবার সকালে জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর ব্যানারে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়।...

বাংলারচিঠিডটকমের আরেকটি শিরোনাম জামালপুরে যাত্রীবান্ধব বাসসেবা নিশ্চিত ও পরিবহন খাতে দুর্নীতি বন্ধের দাবি সনাকের। খবরটি জানাচ্ছে, জামালপুরে যাত্রীবান্ধব বাসসেবা নিশ্চিত ও পরিবহন খাতে অনিয়ম-দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছে সচেতন নাগরিক কমিটি-সনাক জামালপুর ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ- টিআইবি। সনাক সভাপতি শামীমা খানের নেতৃত্বে ২০ আগস্ট মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের কাছে এ বিষয়ে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।...

জামালপুরে বাল্যবিয়ে প্রতিরোধে অতীত অভিজ্ঞতা ও বর্তমানে করণীয় শিরোনামে বাংলারচিঠিডটকম একটি নিবন্ধ প্রকাশ করেছে। এর শুরুর অংশ থেকে জানা যাচ্ছে, সমাজের এক মারাত্মক ব্যাধির নাম বাল্যবিয়ে। যার কোন সুফল দিক নেই। অসংখ্য অপরাধের প্রত্যক্ষ ও পরোক্ষ ভূমিকা রাখে বাল্যবিয়ে। বিশেষ করে মেয়েদের জন্য সারাজীবনের কান্না হয়ে আসে। বেঁচে থাকা জীবনের পরতে পরতে পিতা-মাতার ভুলের আগুনে জ্বলতে হয় বাল্যবিয়ের শিকার একজন মেয়েকে।

সম্প্রতি জামালপুরে বাল্যবিয়ের মাত্রা আশঙ্কাজনকহারে বৃদ্ধি পাওয়ায় চেতনাবোধ এবং মানবিক তাড়না থেকে এ লেখার উদ্ভব।...

জামালপুরের খবর | Jamalpur News | Jamalpur News- জামালপুর জেলার খবর | দৈনিক জামালপুর :: Doinik Jamalpur -  | জামালপুর জেলার আজকের খবর, ছবি ও ভিডিও | জামালপুর: সর্বশেষ খবর, ছবি ও ভিডিও | সংবাদপত্র - জামালপুর | আজকের জামালপুর জেলার খবর |  The DailyAjker Jamalpur | ajkerjamalpur  | আজকের জামালপুর  | জামালপুর বার্তা - Jamalpur Barta | Jamalpur news today live | Jamalpur khabar  | Jamalpur sadar news | Jamalpur barta 24 । 

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال