আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

সরিষাবাড়ী পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের সাথে সফটওয়্যার ভ্যালির চুক্তি স্বাক্ষরিত


সফটওয়্যার ভ্যালি এবং সরিষাবাড়ী পাইলট বালিকা বিদ্যালয় ও কলেজের মধ্যে সোমবার দুপুরে স্কুল ৩৬০ ডিগ্রি সফটওয়্যার ব্যবহারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি সম্পূর্ণ ডিজিটাল হওয়ার যাত্রা শুরু করলো। আগামী দুই মাসের মধ্যে সফটওয়্যার ভ্যালি কাজটি সম্পূর্ণভাবে শেষ করবে বলে জানিয়েছে। এতে করে প্রতিঠানটি একটি ডিজিটাল প্রতিষ্ঠানে রূপ নিবে।

এ সময় প্রতিষ্ঠানটির অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ, দরশন বিভাগের সহকারী অধ্যাপক ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আইসিটি বিষয়ের মাস্টার ট্রেইনার মোহাম্মদ শহীদুর রহমান এবং সফটওয়্যার ভ্যালির অপারেশন ব্যবস্থাপক মো. রেজাউল হক রনজু উপস্থিত ছিলেন।

চুক্তি স্বাক্ষর করেন অধ্যক্ষ সৈয়দ আবদুর রউফ। এ সময় সফটওয়্যার ভ্যালির অপারেশন ব্যবস্থাপক মো. রেজাউল হক রনজু উপস্থিত ছিলেন। ছবিসূত্র : বাংলারচিঠি ডটকম
সফটওয়্যার ভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সাজ্জাদুর রহমান সম্রাট জানান, এই সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে প্রতিষ্ঠানটি ছাত্র, শিক্ষক ও কর্মচারীদের তথ্য এবং পরীক্ষার সময়সূচি , প্রবেশপত্র, পরীক্ষার আসন বিন্যাস, ফলাফল সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে খুব সহজেই তৈরি করতে পারবে। এ ছাড়া আরও থাকছে ডিজিটাল পদ্ধতিতে বার্তা প্রেরণ, হিসাব সংরক্ষণ, ল্যাব ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানে হাজিরাসহ আরও অনেক সুবিধা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সফটওয়্যার ভ্যালির মূল লক্ষ্য স্কুল ৩৬০ ডিগ্রি এর মাধ্যমে সমগ্র দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানকে অল্প খরচে আধুনিকায়ন এবং প্রযুক্তি নির্ভর করে গড়ে তোলা। সেই লক্ষ্যে সফটওয়্যার ভ্যালি ২০১৪ থেকে কাজ শুরু করে এবং এখন পর্যন্ত প্রায় ৪৫টির ও বেশি শিক্ষা প্রতিষ্ঠানকে সফলতার সাথে সেবা দিয়ে যাচ্ছে।

আরও পড়তে পারেন :
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال