আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বিপুল মিয়ার কোলে ছেলে নবজাতক। |
১৮ আগস্ট রবিবার সকালে হাসপাতালটির প্রসূতি ও স্ত্রী রোগ বিভাগের উদ্যোগে একজন প্রসূতির সিজারিয়ান সেকশনের মাধ্যমে এই কার্যক্রম শুরু করা হয়। ওই প্রসূতি ছেলে সন্তান প্রসব করেছেন। পরে হাসপাতালের অডিটোরিয়ামে আয়োজিত হাসপাতালটির অন্তঃবিভাগ ও অপারেশন কার্যক্রম উদ্বোধন করেন প্রধান অতিথি জামালপুরের সিভিল সার্জন ডা. মো. ফজলুল হক।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবীব এ প্রতিবেদককে জানান, দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘ প্রায় এক যুগেরও বেশি সময় পর সিজারিয়ান সেকশন অপারেশনের মাধ্যমে আবারও অপারেশন থিয়েটারের কার্যক্রম চালু হয়েছে। একই সাথে চালু হয়েছে অত্যাধুনিক আলট্রাসনোগ্রাম মেশিনের কার্যক্রম। এতে করে উপজেলাবাসীর স্বাস্থ্য সেবায় আরও এগিয়ে গেল এই হাসপাতাল।
এ সময় গাইনি কনসালটেন্ট ডা. সানজিদা তাবাসসুম, শিশু কনসালট্যান্ট ডা. মুরাদ চৌধুরী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. বিপুল মিয়াসহ হাসপাতালের অন্যান্য ডাক্তার, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।সূত্র:বাংলারচিঠিডটকম