ব্রাজিল চার গোলে হারিয়েছে অস্ট্রেলিয়াকে।
তাই যেনো আর্জেন্টিনা বড় জয় পেতে মরিয়া হয়ে ছিলো। যেমন ভাবনা তেমন কাজ।
দুর্বল সিঙ্গাপুরের জালে রীতিমতো গোল উৎসব করেছে মেসিবিহীন দলটি।
আর্জেন্টিনা ৬-০ গোলে উড়িয়ে দিয়েছে সিঙ্গাপুরকে।
মঙ্গলবার
সিঙ্গাপুর ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে আর্জেন্টিনাকে
শুরুতেই এগিয়ে দেন ফেদেরিকো ফাজিও। ম্যাচে ২৫ মিনিটে তাঁর লক্ষ্যভেদের পরই
দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা উজ্জীবিত হয়ে ওঠে। এরপর প্রতিপক্ষকে গোলের
বন্যায় ভাসিয়ে দেয় তারা।
ম্যাচের
৩১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে আর্জেন্টিনা। হোয়াকুইন কোরেয়া করেন গোলটি।
এরপর আলেহান্দ্রো গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, লুকাস আলারিও এবং ডি মারিয়া
একটি করে গোল করে দলের বড় জয় নিশ্চিত করেন।
ডেস্ক রিপোর্ট/জামালপুরিয়ান
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!