সেমিফাইনালে কে
কার
মুখোমুখি হচ্ছে
সেটি
জানতে
গ্রুপ
পর্বের
শেষ
ম্যাচ
পর্যন্ত অপেক্ষা করতে
হয়েছে। চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ
পর্বের
শেষ
ম্যাচে
গতকাল সোমবার পাকিস্তান সেমিফাইনাল নিশ্চিত করেছে। শ্রীলঙ্কার দেওয়া
২৩৭
রানের
টার্গেটে ৪৪.৫ ওভারে হাতে
৩ উইকেট রেখেই
জয় পেয়ে যায় পাকিস্তান।
এই
ম্যাচের পর
কে
কার
মুখোমুখি হচ্ছে
তা
নিশ্চিত হওয়া য়ায়।
‘এ’ গ্রুপে
থেকে
গ্রুপ
চ্যাম্পিয়ন হয়েছে
ইংল্যান্ড। দ্বিতীয় দল
হিসেবে
অস্ট্রেলিয়া ও
নিউজিল্যান্ডকে পিছনে
ফেলে
বাংলাদেশ সেমিফাইনালে জায়গা
করে
নিয়েছে। অন্যদিকে ‘বি’
গ্রুপ
থেকে
বাদ
পড়েছে
দক্ষিণ
আফ্রিকা ও
শ্রীলঙ্কা। গ্রুপ
চ্যাম্পিয়ন হয়েছে
ভারত।
রানার্সআপ পাকিস্তান।
সেই
হিসাবে
আগামীকাল ১৪
জুন
কার্ডিফের মাঠে
ইংল্যান্ডের মুখোমুখি হবে
পাকিস্তান। আর
পরদিন
১৫ জুন এজবাস্টনে ভারতের
বিপক্ষে সেমিফাইনালে খেলবে
বাংলাদেশ। দুটি সেমিফাইনালই বাংলাদেশ সময় বেলা
সাড়ে তিনটায় শুরু হবে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!