বেশির ভাগ ফেসবুক আইডি হ্যাকের জন্য ব্যবহারকারী নিজেই দায়ি। সতর্কতার জন্য আজ একেবারে সাধারণ কিছু বিষয় তুলে ধরবো।
অনেকে পাবলিক কম্পিউটারে বসেন কিংবা অন্যের মোবাইলে লগইন করেন। এমন যদি
করতেই হয় তাহলে কাজের শেষে অবশ্যই লগআউট করতে হবে এবং পাবলিক কম্পিউটারে বা
অন্যের মোবাইলে কখনোই পাসওয়ার্ড রিমেম্বার দেওয়া যাবে না।কাজ শেষে অবশ্যই cache এবং cookies ডিলেট করতে হবে, historyও ডিলিট করতে পারেন।
ফেসবুকের কোথাও পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হলে প্রথমেই লক্ষ রাখতে হবে ওয়েব এড্রেসটি মূল ফেসবুকের এড্রেস কিনা। অনেক সময় কাছাকাছি এড্রেসের এবং দেখতে সম্পূর্ণ ফেসবুকের ওয়েবসাইটের মতো সাইটগুলোতে পাসওয়ার্ড দিলেই সাইটটি হ্যাক হয়ে যায়। facebook.com- এর পরিবর্তে যদি facebookie.com , facabook.com ইত্যাদি এ রকম দেখা যায় তবে কখনোই ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়া যাবে না। এটা খেয়াল রাখুন ভালো করে।
ইমেইল আর ফেসবুকের কিংবা অন্য
কোনো সাইটের পাসওয়ার্ড কখনই একই রকম দিবেন না। একেকটা একেক রকম দিবেন।
হ্যাকাররা হ্যাকের পরই ই-মেইল এড্রেসটা বদলে ফেলে। আর কোনোক্রমে ই-মেইল
এড্রেসটি বদলে ফেললেই হ্যাকিং হওয়া ফেসবুক অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা
খুবই কঠিন হয়ে যায়। সহজে অনুমান করা যায় এমন পাসওয়ার্ড দিবেন না। ফেসবুকে
পাবলিকভাবে একান্ত ব্যক্তিগত তথ্য ছবি, ভিডিও, হাতের ছাপ কপি করা যায় এমন
স্পষ্ট ছবি কখনই দিবেন না।
মেইলে, এসএমএসে কিংবা ইনবক্সে আসা
সফটওয়্যার ডাউনলোড লিংক না বুঝে সেটআপ দেওয়া যাবে না। অনেক সময় দেখা যায়,
ফাইলটি দেখতে ভিডিও বা অডিও ফাইল মনে হচ্ছে কিন্তু আসলে এটি একটি সেটআপ
ফাইল, যেটি সেটআপ দিলেই পাসওয়ার্ড চলে যাবে দুর্বৃত্তদের কাছে।
ইমেইলে কখনও অন্য কোথাও থেকে আসা Facebook Password Reset Confirmation এ
পাসওয়ার্ড রিসেটে ক্লিক করা যাবে না। অনেক হ্যাকাররা এটার আশ্রয় নেয়।
হ্যাকাররা এর পরেও যদি অন্য কোনো উপায়ে আপনার পাসওয়ার্ড জেনেও যায় তাহলেও
সে আপনার আইডির কোনো ক্ষতিই করতে পারবে না। এর জন্য প্রথমেই যা করতে হবে তা
হল যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টে এ আপনার মোবাইল নাম্বার দেওয়া না থাকে
তবে তা দিন। এবং ভেরিফাই করে নিন।
এবার আপনার account settings এ
যান। সেখানে Account Security এর পাশে লিখা change অপশনে ক্লিক করুন। এবার
Login Notifications এর নিচে লিখা Send me a text message সিলেক্ট করুন।
এতে করে যদি আপনার সব সময় ব্যবহার করা ডিভাইস (যেমন আপনার নিজের কম্পিউটার,
মোবাইল) ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগইন করা হয় তবে সাথে সাথে আপনার
মোবাইলে বার্তা যাবে।
এরপর Login Approvals এর নিচে লিখা Require me
to enter a security code sent to my phone সিলেক্ট করুন। এতে করে যদি
আপনার সবসময় ব্যবহার করা নিজের ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস থেকে লগইন
করার চেষ্টা করা হয় তবে ফেসবুক একটি কোড চাইবে যা আপনার মোবাইলে মেসেজ করে
পাঠানো হবে। কোডটি ছাড়া কোনভাবেই লগইন করা সম্ভব হবে না। এটা সবচেয়ে
গরুত্বপূর্ণ।
এবার থেকে মনে হয় আপনার আইডি আর হ্যাক হবে না যদি না
আপনি নিজে হ্যাক করতে সহযোগিতা করেন। অাজ এটুকুই জেনে রাখুন। পরবর্তীতে আরও
বিস্তারিত অনেককিছু জানানোর চেষ্টা করবো।
সচেতনতা্ই নিরাপত্তা! সবার জীবন পাইয়ের মত সুন্দর হোক।
- কিছু ব্লগ, টেকসাইট ও ফেসবুক অবলম্বনে
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!