আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

অপরাজেয় বাংলাদেশের শিশুদের নিয়ে ইফতার করল ক্যাপের বন্ধুরা

অপরাজেয় বাংলাদেশের শিশুদের নিয়ে ক্যাপ এর ইফতার মাহফিলে বিশেষ দোয়া করা হয়। ছবি সূত্র: banglarchithi.com
আর্ত-মানবতার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত জামালপুরের অন্যতম বন্ধু সংগঠন সেন্ট্রাল এ্যাকটিভ পারটিসিপেশন (ক্যাপ) শনিবার জামালপুরের সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ইফতার করেছে। জামালপুরে অপরাজেয় বাংলাদেশের শেল্টার হোমে এ ইফতারের আয়োজন করা হয়।  ইফতারের আগে বিশেষ দোয়া করা হয় এবং পরে শিশুদের ঈদ আনন্দ করার জন্য অর্থ অনুদান দেওয়া হয়।

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজকর্মী ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, অপরাজেয় বাংলাদেশের কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম ও ক্যাপ এর বন্ধুরা।

হরেক রকম খাদ্য সামগ্রী দিয়ে ইফতার করতে পেরে শিশুরা ভীষণ তৃপ্তি অনুভব করে। ইফতার শেষে পরিমাণ উল্লেখ না করার শর্তে বেশকিছু টাকা শিশুদের ঈদ আনন্দ করার জন্য অনুদান হিসেবে প্রদান করেন ক্যাপ বন্ধুরা। ক্যাপ সদস্যরা সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতারে অংশ নিতে পেরে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা যায়, ক্যাপ জামালপুরে যেকোনো দুর্যোগে এবং মানবিক বিপর্যয়মূলক ঘটনায় দূর্গত মানুষের পাশে দাঁড়িয়ে থাকে। ক্যাপের দেশে বিদেশে অবস্থানরত সকল বন্ধু আগামীতেও মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

তথ্যসূত্র: বাংলারচিঠি ডটকম
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال