বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদের সদস্যরা বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন। ছবি: লেখক |
প্রতি বছরের ন্যায় এবারও ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হওয়া বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ বরাবরই সাধারণ মানুষের জন্য কিছু না কিছু করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে এই সংগঠনের সদস্যরা মানুষের পাশে থাকে সাধ্যমত। ইতোমধ্যে সংগঠন হিসেবে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে এই সংসদ।
তারই ধারাবাহিতকায় আজ শুক্রবার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণে মাহবুব শিশির, মাসুম বিল্লাহ, আকাশ , সাইদ, রাকিব , শাহরিয়ার মুরাদ, শুভ, নুরুল্লাহ, মমিন, আরিফ, রনি, বকর, আবদুল হক রনি, হাফিজ, অভি, মনির, মিন্টু প্রমুখ অংশ নেন।
বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ত্রাণ বিতরণে সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদের নেতৃবৃন্দ।
এর আগে গত বছরের ভয়াবহ বন্যার সময়ও বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এই সংসদ। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত করে সমাজ উন্নয়নে অবদান রাখছে বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ।
জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের মেধাবী ছাত্র ও বিভিন্ন পেশাজীবীদের সমন্বয়ে গঠিত হওয়া বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ বরাবরই সাধারণ মানুষের জন্য কিছু না কিছু করে যাচ্ছে। যেকোনো দুর্যোগে এই সংগঠনের সদস্যরা মানুষের পাশে থাকে সাধ্যমত। ইতোমধ্যে সংগঠন হিসেবে এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে এই সংসদ।
তারই ধারাবাহিতকায় আজ শুক্রবার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
বিজ্ঞাপনের জন্য বরাদ্দ জায়গা
বকশীগঞ্জ উপজেলার জব্বারগঞ্জ বাজার, মাদারের চর গ্রামে, শেকপাড়া ও কামালের বার্ত্তী গ্রামে ৫ শতাধিক বন্যার্তদের দেওয়া হয় ত্রাণ সামগ্রী। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, আলু, ডাল, লবণ, খাবার স্যালাইন, মোমবাতি, দেয়াশলাই, সেমাই, চিনি ও শিশুদের জন্য বিস্কুট।ত্রাণ বিতরণে মাহবুব শিশির, মাসুম বিল্লাহ, আকাশ , সাইদ, রাকিব , শাহরিয়ার মুরাদ, শুভ, নুরুল্লাহ, মমিন, আরিফ, রনি, বকর, আবদুল হক রনি, হাফিজ, অভি, মনির, মিন্টু প্রমুখ অংশ নেন।
বকশীগঞ্জ থানা পুলিশের সদস্যরা ত্রাণ বিতরণে সহযোগিতা করায় তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সংসদের নেতৃবৃন্দ।
এর আগে গত বছরের ভয়াবহ বন্যার সময়ও বন্যার্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করেন এই সংসদ। এছাড়াও বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালিত করে সমাজ উন্নয়নে অবদান রাখছে বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ।
search tag: Jamalpur news, news Jamalpur, jamalpurbarta, jamalpur online, online new, Jamalpur district, dc jamalpur, jamalpur portal, tarun projanmo songsod, bakshigonj, GM babu, help, donation, social organization, জামালপুরের খবর, জামালপুর খবর, জামালপুর বার্তা, বাংলারচিঠি, জামালপুর জেলা, জামালপুর পোর্টাল, ডিসি জামালপুর, বকশীগঞ্জ তরুণ প্রজন্ম সংসদ, ত্রাণ বিতরণ, বন্যা, মানুষ মানুষের জন্য, সাহায্য, খবর,
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!