অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল্লাহ আল মুহিতের বাজেট বক্তৃতার ঘোষণা অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ড সারা দেশে মন্ত্রী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ, আইনজীবী, চিকিৎসকসহ বিভিন্ন পেশার ৮৪টি কর বাহাদুর পরিবারের নাম ঘোষণা করেছে। তার মধ্যে এবার জামালপুরের মেলান্দহ-মাদারগঞ্জ আসনের পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ‘মির্জা আজম ও তার পরিবার’ একটি। আয়কর প্রদানে পরিবারের সদস্যদের ধারাবাহিক অবদানের জন্য ‘মির্জা আজম ও তার পরিবার’কে এই সম্মানা দিয়েছে।
![]() |
জামালপুর জেলার কর বাহাদুর পরিবারের পক্ষে সম্মাননা গ্রহণ করেন নাসরিন জাহান। ছবি : আলী আকবর |
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রতিমন্ত্রী মির্জা আজমের পরিবার থেকে তার সহোদর বিশিষ্ট ব্যবসায়ী মির্জা গোলাম রব্বানী রিপন, বিশিষ্ট ব্যবসায়ী মির্জা জিল্লুর রহমান শিপন ও বিশিষ্ট ব্যবসায়ী মির্জা গোলাম মওলা সোহেল ২০১৫-১৬ অর্থ বছরে জামালপুর জেলায় সর্বোচ্চ আয়কর প্রদানকারী হিসেবে সেরা করদাতা মনোনীত হয়েছেন। তারা তিনজন এবং কর বাহাদুর পরিবারের পক্ষে ব্যবসায়ী মির্জা গোলাম রব্বানীর সহধর্মিনী নাসরিন জাহান বুধবার ময়মনসিংহে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের কাছ থেকে সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেন।
জামালপুর জেলায় এবার যে পাঁচজন সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তাদের মধ্যে বাকি দু' জন হলেন দীর্ঘ মেয়াদি করদাতা হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা এবং জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ময়মনসিংহের অনুষ্ঠানে তারাও উপস্থিত থেকে সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেন।
জামালপুর জেলায় এবার যে পাঁচজন সেরা করদাতার সম্মাননা পেয়েছেন তাদের মধ্যে বাকি দু' জন হলেন দীর্ঘ মেয়াদি করদাতা হিসেবে ভূমি মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জামালপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম হীরা এবং জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। ময়মনসিংহের অনুষ্ঠানে তারাও উপস্থিত থেকে সম্মাননা ও সনদপত্র গ্রহণ করেন।
![]() |
জামালপুর জেলায় সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন মির্জা গোলাম রব্বানী রিপন। ছবি : আলী আকবর |
ময়মনসিংহ শহরের তারেক স্মৃতি অডিটরিয়ামে বুধবার দুপুরে জাতীয় আয়কর মেলা-২০১৭ এর সমাপনী অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়। জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর বাহাদুর পরিবার ও সেরা করদাতাদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেন।
বেগম রওশন এরশাদ তার বক্তব্যে বলেন, আয়কর পরিশোধের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি জনগণও দেশের জন্য অবদান রাখতে পারেন। বর্তমান সরকার এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দলমত নির্বিশেষে একত্রে সবাই মিলে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবেই। কর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে আয় কর দেওয়ায় আগ্রহী করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
বেগম রওশন এরশাদ তার বক্তব্যে বলেন, আয়কর পরিশোধের মাধ্যমেই দেশ এগিয়ে যাবে। সরকারের পাশাপাশি জনগণও দেশের জন্য অবদান রাখতে পারেন। বর্তমান সরকার এই লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন। বিরোধী দলীয় নেতা আরও বলেন, দলমত নির্বিশেষে একত্রে সবাই মিলে দেশের জন্য কাজ করলে দেশ এগিয়ে যাবেই। কর কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণকে আয় কর দেওয়ায় আগ্রহী করতে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করতে হবে।
![]() |
জামালপুর জেলার সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন মির্জা জিল্লুর রহমান শিপন। ছবি : আলী আকবর |
কর কমিশনার জি এম আবুল কালাম কায়কোবাদের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় সংসদ সদস্য সালাউদ্দিন আহম্মদ মুক্তি, ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, পুলিশের ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহের জেলা প্রশাসক খলিলুর রহমান, জেলা পরিষদের প্রশাসক ইউসুফ খান পাঠান, অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নূরে আলম, বিটিএলএ এর উপ-মহাসচিব আইনজীবী সাদিক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
আয়কর অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতাদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় এসব জেলার জেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
আয়কর অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগের জামালপুর, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার সর্বোচ্চ করদাতাদের হাতে সম্মাননা ও সনদপত্র তুলে দেওয়া হয়। এ সময় এসব জেলার জেলার বিশিষ্ট ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।
![]() |
জামালপুর জেলার সেরা করদাতার সম্মাননা গ্রহণ করেন মির্জা গোলাম মওলা সোহেল। ছবি : আলী আকবর |
এ দিকে জামালপুর জেলায় সেরা করদাতা বিশিষ্ট ব্যবসায়ী মির্জা জিল্লুর রহমান শিপন এ প্রতিবেদককে বলেন, আমি ২০১৩ সাল থেকে সেরা করদাতার সম্মাননা পেয়ে আসছি। সরকার এবার ‘কর বাহাদুর’ পরিবার নামে যে সম্মাননা ঘোষণা করেছে এর জন্য সরকারকে সাধুবাদ ও ধন্যবাদ জানাই। কর বাহাদুর সম্মাননা ঘোষণা করায় সারা দেশে কর আদায়ে ভালো প্রভাব ফেলবে। এতে করে একই পরিবারের সদস্যদের মধ্যে আয়কর দেওয়ার আগ্রহ বাড়বে। সারা দেশে আরও বেশি নাগরিকেরা আয়করের আওতায় আসবে।

খোঁজার শব্দ: Mirza Azam mp, মোস্তফা মনজু, জামালপুর, mustafa monzu, জামালপুরের খবর, খবর, নিউজ, Jamalpur, income tax, ali akbar, mirza azam family,
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!