আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত

জামালপুরে সোমবার প্রথম আলোর ১৯তম প্রতিষ্ঠাবার্ষিক উদযাপিত হয়েছে। প্রথম আলো বন্ধুসভা জামালপুর পাবলিক লাইব্রেরিতে এ উপলক্ষে প্রতিষ্ঠাবার্ষিকের কেককাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

প্রথম আলো জামালপুর বন্ধুসভা সূত্রে জানা গেছে, পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকেল চারটায় জাতীয় সংগীত পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথম আলো জামালপুর বন্ধুসভার সভাপতি মহসিন আলী কাকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও সাহিত্যিক আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মুজাহিদ বিল্লাহ ফারুকী, ইসলামপুরের জে জে কে এম স্কুল এবং কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম চৌধুরী, সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী ও সহকারী অধ্যাপক স্বরূপ কুমার কাহালি, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন মিন্টু, জামালপুর জিলা স্কুলের সহকারী শিক্ষক হিশাম আল মহান্নাভ, জামালপুরের প্রতিবন্ধী শিশু শিক্ষা ও পরিচর্যা সমিতির (প্রশিপস) পরিচালক বেগম রোকেয়া সরদার, জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক মেহেদী ফখরুল হাসান সৌরভ প্রমুখ।

অনুষ্ঠানে সমাপনী বক্তব্য রাখেন প্রথম আলোর জামালপুর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বন্ধুসভার সহসভাপতি সেরাজুম মনিরা জায়ানা।

আলোচনা সভার পর কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিক উদযাপন করা হয়। পরে সকলের মধ্যে কেক ও মিষ্টি বিতরণ করা হয়। সর্বশেষ বন্ধুসভার ব্যবস্থাপনায় সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়ে চলে সন্ধ্যা পর্যন্ত।

প্রতিষ্ঠাবার্ষিকের অনুষ্ঠানে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, প্রথম আলোর পাঠক ও সরবরাহকারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রথম আলো জামালপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রহমান ও মো. নাজমুল হাসান লানজু, সহসভাপতি মো. কমল হাসান, যুগ্মসাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির ও নাসরিন সুলতানা মাধবী, সাংগঠনিক সম্পাদক এস এম এম মাসুদ রানা, অর্থ সম্পাদক আব্দুল্লাহ-আল-হাদি, যোগাযোগ সম্পাদক মেহেদী হাসান শিশির, প্রচার সম্পাদক সিফাত আব্দুল্লাহ, পাঠাগার সম্পাদক তৌকির আহমেদ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক সাদিকুর রহমান শাওন ও পরিবেশ সম্পাদক সুমাইয়া শাওনসহ বন্ধুসভার সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে শনিবার জামালপুর বন্ধুসভার সদস্যেরা একটি ভালো কাজের অংশ হিসেবে ইজিবাইকে দুর্ঘটনা সম্পর্কে নারী যাত্রীদের মধ্যে সচেতনতায় প্রচারণা চালিয়েছেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال