পৌষ-মাঘে শরীরে কোনো জরা-ব্যাধি আসর জমাতে পারে নাই। কিন্তু গরম অনুভূত তথা ঋতু বদলের বাতাস বইতে না বইতে আসরে কিছুটা জমে আছি গত দু’দিন যাবৎ। মেজাজও আবার ভীষণ খিটখিটে হয়ে আছে। তবে ১৩ ফেব্রুয়ারি সারাদিনে দীর্ঘক্ষণ বিদ্যুৎ না থাকায় বিশ্রাম নিতে সুবিধা হয়েছে।
ফেসবুকের ইনবক্সে লক্ষ্য করলাম অনেকেই পহেলা ফাল্গুণের শুভেচ্ছা পাঠিয়েছেন। শুভেচ্ছা ভালোয় লেগেছে। কিন্তু উত্তর দিতে পারিনি। এর জন্য আমি আন্তরিক ক্ষমাপ্রার্থী। সবাই নিজ গুণে মাফ করে দিবেন।
আচ্ছা যা বলতে চেয়েছিলাম। এই ব্লগটি যে লক্ষ্য নিয়ে শুরু করেছিলাম তা হয়তো পূরণ এখনও হয় নি। তবে চেষ্টা করে যাচ্ছি। আশা করি পারবো। এতদিনের পড়াশুনা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ সব কাজে লাগানোর একটি প্রয়াস নিব। জামালপুর জেলা নিয়ে ও ব্যবসা-বাণিজ্যসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব নিয়ে লেখা সন্নিবেশকরণ খুব শিঘ্রই শুরু করা হবে। সেই সাথে বিভিন্ন সামাজিক কার্যক্রম চালানোর পরিকল্পনা আমাদের রয়েছে। কিন্তু এর আগে আমাদের ব্যক্তিগত ফান্ডটা আগে ভারি করা দরকার। প্রথম লক্ষ্য আমাদের এটাই।
জামালপুরিয়ান শুধুই একটি ব্লগ। কেউ এটিকে সংবাদ মাধ্যম বা পত্রিকা ভেবে আমাকে লজ্জা দিবেন না। যদিও এখানে বাংলারচিঠির কিছু সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু সেগুলো আমার এবং আমার বাবার তৈরি করা প্রতিবেদনগুলোই। তবে কিছু অন্যান্য আছে, যেগুলো গুরুত্বপূর্ণ বিবেচনা করেই প্রকাশ করা হয়েছে।
জামালপুরের প্রতিদিনের খবর পড়তে ভিজিট করুন ও পড়ুন বাংলারচিঠি ডটকম। বাংলারচিঠি ডটকম জামালপুর থেকে প্রকাশিত ও পরিচালিত জনপ্রিয় অনলাইন সংবাদ পত্র বা পোর্টাল। বাংলারচিঠির বার্তা বিভাগে আমি দেড় বছর ধরে কর্মরত আছি।
জামালপুরের প্রতিদিনের খবর পড়তে ভিজিট করুন ও পড়ুন বাংলারচিঠি ডটকম। বাংলারচিঠি ডটকম জামালপুর থেকে প্রকাশিত ও পরিচালিত জনপ্রিয় অনলাইন সংবাদ পত্র বা পোর্টাল। বাংলারচিঠির বার্তা বিভাগে আমি দেড় বছর ধরে কর্মরত আছি।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!