আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে র‌্যাবের অভিযানে ১৯৫টি ইয়াবা বড়িসহ এক মাদকব্যবসায়ী গ্রেপ্তার

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‌্যাব জামালপুরের সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়ন থেকে ১১ ফেব্রুয়ারি দুপুরে ১৯৫টি ইয়াবা বড়িসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। র‌্যাব-১৪, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রাজীব কুমার দেবের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাবের আভিযানিক দলটি ১১ ফেব্রুয়ারি দুপুর একটা পাঁচ মিনিটের দিকে সরিষাবাড়ী উপজেলার মহাদান ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অভিযান চালায়। এ সময় তারা স্থানীয় নলদাড় গ্রামের শহীদ শেখের বাড়ির সামনের পাকা রাস্তা থেকে মাদকব্যবসায়ী বিপ্লব হাসানকে (২২) গ্রেপ্তার করে। বিপ্লব হাসান উপজেলার বিলবালিয়া গ্রামের মৃত চাঁন মিয়ার ছেলে। এ সময় তার দেহ তল্লাশি করে ১৯৫টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ইয়াবাগুলোর আনুমানিক মূল্য ৫৮ হাজার ৫০০ টাকা। এ ছাড়া তার কাছ থেকে একটি মুঠোফোন সেট, দু’টি সিমকার্ড, মাদক বিক্রির ৫৬ হাজার ৫০০ টাকা ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক রাজীব কুমার দেব বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরিষাবাড়ী থানায় মামলা দায়ের করে গ্রেপ্তার মাদকব্যবসায়ী বিপ্লব হাসানকে আদালতে সোপর্দ করা হবে।

মনন মাহাদি, জামালপুর, monon mahadee, jamalpur news, rab,
র‌্যাব
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال