আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

ভালোবাসা দিবসে এতিমদের পাশে ওয়ার্কস ফর হিউম্যানিটি

অলাভজনক বেসরকারি সংস্থা ওয়ার্কস ফর হিউম্যানিটি ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে এক ব্যতিক্রমধর্মী ভালোবাসা দিবস উদযাপন করেছে। সংস্থাটির জামালপুরের স্বেচ্ছাসেবক দল জামালপুর শহরের লাঙ্গলজোড়া ডাকপাড়ার বিলপাড়া নূরুল হক কওমি মাদরাসা ও এতিমখানায় শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ ও তাদের সাথে সময় কাটিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জানা গেছে, সংস্থাটির স্বেচ্ছাসেবকেরা জামালপুরসহ দেশের ১৪টি জেলায় একযোগে এতিম শিশুদের সাথে এ আয়োজন করে। এ আয়োজনের নাম দেওয়া হয় ডোনেট লাভ, স্প্রেড হ্যাপিনেস। সংস্থাটি ব্যক্তি ও সংস্থার অনুদান নিয়েই এ আয়োজন বাস্তবায়ন করে।

ওয়ার্কস ফর হিউম্যানিটি জামালপুর স্বেচ্ছাসেবক দল ১৪ ফেব্রুয়ারি সকাল ১১টায় গিয়ে হাজির হয় বিলপাড়া নূরুল হক কওমি মাদরাসা ও এতিমখানায়। তারা এতিম শিশু ও কিশোরদের মাঝে ভালোবাসা ছড়িয়ে দিতে তাদের সাথে সারাদিন কাটায়। শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিলপাড়া নূরুল হক কওমি মাদরাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের সভাপতি মোজাম্মেল হক। সভায় ওয়ার্ক ফর হিউম্যানিটি জামালপুরের স্বেচ্ছাসেবক দলনেতা মো. রাফি আহমেদ সংস্থাটির এ উদ্যোগ সম্পর্কে বর্ণনা করেন। এ ছাড়া তিনি সংস্থাটির অন্যান্য বিভিন্ন কার্যক্রম সম্পর্কেও আলোকপাত করেন। এতে অন্যান্যের মধ্যে এতিমখানা পরিচালনা পরিষদের সহসভাপতি মো. আব্দুল হাকিম, সম্পাদক আব্দুল করিম চাঁন প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ওয়ার্কস ফর হিউম্যানিটির এ রকম আয়োজনের জন্য সংস্থাটির স্বেচ্ছাসেবকদের আন্তরিক ধন্যবাদ জানান।

আলোচনা সভায় মাদরাসা ও এতিমখানা পরিচালনা পরিষদের অন্যান্য সদস্য, শিক্ষকবৃন্দ ও ৪২ জন ছাত্র উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ওয়ার্কস ফর হিউম্যানিটি জামালপুরের স্বেচ্ছাসেবক দলের সদস্যরা এতিম ছাত্রদের মাঝে দুপুরের রান্না করা খাবার বিতরণ করেন। রান্না করা খাবার ছাড়াও এতিম ছাত্রদের মাঝে চকলেট ও সাবান বিতরণ করা হয়। দুপুরের  খাবারের পর এতিমখানার শিক্ষার্থীরা হামদ, নাত ও গজল পরিবেশন করে।

বিশ্ব ভালোবাসা দিবসের এ আয়োজনে ওয়ার্কস ফর হিউম্যানিটি জামালপুরের স্বেচ্ছাসেবক দলের অন্যান্য সদস্যদের মধ্যে শিশির, মুন্না, আসাদ, আকাশ, সাদিয়া, রিপন, রুমান ও সাজিদ অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال