আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে হ্যালোর শিশু সাংবাদিকতা প্রশিক্ষণ


বাংলাদেশের শীর্ষ পর্যায়ের অনলাইন বার্তা সংস্থা ও সংবাদ পোর্টাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর উদ্যোগে এবং আন্তর্জাতিক শিশু তহবিলের (ইউনিসেফ) সহায়তায় বাংলাভাষায় শিশুদের প্রথম অনলাইন সংবাদসেবা সাইট ‘হ্যালো’র শিশু সাংবাদিকদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ ২৮ মার্চ থেকে জামালপুরে শুরু হয়েছে। জামালপুর পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। ‘হ্যালো’ সংবাদ সাইটে জামালপুরে কর্মরত ২০ জন শিশু সাংবাদিক এ প্রশিক্ষণে অংশ নিয়েছে।

জানা গেছে, প্রশিক্ষণের উদ্বোধনী দিন ২৮ মার্চ বেলা ১১টায় শিশু সাংবাদিকদের এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি এফবিসিসিআই এর পরিচালক ও দি জামালপুর চোম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মো. রেজাউল করিম রেজনু। দৈনিক জনকণ্ঠের সাংবাদিক ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির জেলা সংগঠক সুলতানা আহমেদ স্বপ্না, শিশু সাংবাদিকদের এ আয়োজনের প্রশিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর শেরপুর জেলা প্রতিনিধি আব্দুর রহিম বাদল, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন এ প্রশিক্ষণের সমন্বয়কারী ও প্রশিক্ষক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জামালপুর জেলা প্রতিনিধি মো. লুৎফর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রশিক্ষণের প্রথমদিনে শিশু সাংবাদিকদের জন্য প্রণীত ‘সাংবাদিকতার সহজ পাঠ’ পুস্তিকা নিয়ে বিষদ আলোচনা, সংবাদের প্রাথমিক ধারণা, শিশু অধিকার ও শিশু আইন, খবরের বিষয় খোঁজা, হ্যালো সম্পর্কে ধারণা, হ্যালোতে যা যা প্রকাশ করা হয় তার ধারণা দেওয়া হয়। এসএ টিভির জামালপুর জেলা প্রতিনিধি ফজলে এলাহি মাকাম শিশু সাংবাদিকদের ছবি ও ভিডিওচিত্র ধারণ ও সম্পাদনা বিষয়ে ধারনা দেন। সব শেষে প্রশিক্ষণার্থীদের নিয়ে অভিজ্ঞতা বিনিময় করা হয়।

প্রশিক্ষণের দ্বিতীয়দিনে ২৯ মার্চ রয়েছে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হাতেকলমে শিক্ষা, বিকেলে চারটি উপদলে ভাগ হয়ে চারটি কাহিনী বা বিষয়ের ভিডিও সংবাদচিত্র ধারণ প্রশিক্ষণ। এরপর সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা কর হবে।

‘হ্যালো’ (hello.bdnews24.com) শিরোনামের এই কার্যক্রম ইউনিসেফ ও অনলাইন সংবাদপত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের যৌথ উদ্যোগের ফসল। মূলধারার গণমাধ্যমে শিশুকিশোরদের মতামত ও আকাঙ্ক্ষার বিষয়গুলোকে স্থান করে দেওয়ার উদ্দেশে এই কার্যক্রমের আওতায় ১৭ বছর বয়স পর্যন্ত শিশুদের সাংবাদিকতায় প্রশিক্ষিত করা হচ্ছে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال