মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে জামালপুরে বর্ণালী একাডেমির আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শহরের পাবলিক লাইব্রেরিতে ২৮ মার্চ রাতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জানা গেছে, আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মানবাধিকারকর্মী ও জামালপুরের অনলাইন সংবাদপত্র বাংলারচিঠি ডটকম এর সম্পাদক জাহাঙ্গীর সেলিম। জামালপুরের বর্ণালী একাডেমির প্রশাসনিক পরিচালক জয়ন্ত ঘোষ রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বর্ণালী একাডেমির সভাপতি অধ্যাপক আব্দুল হামিদ, জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক মো. আব্দুল হাই আলহাদী ও জামালপুর জিলা স্কুলের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হিশাম আল মাহান্নাভ।
সঙ্গীত পরিবেশন করে খুদেশিল্পী উম্মে নাছির বুশরা আরশি। ছবি : জামালপুরিয়ান |
আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে গান পরিবেশন করে শিশু শিল্পীরা। দেশাত্মবোধক গান গায় এবারের ময়মনসিংহ বিভাগীয় বিজয়ী ও জাতীয় পর্যায়ে যাওয়া খুদেশিল্পী উম্মে নাছির বুশরা আরশি। অনুষ্ঠান সঞ্চালনা করে তৌহিদুল ইসলাম যুবরাজ।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!