বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, বাংলাদেশ যেমন আন্তর্জাতিক বিশ্বে একটা রোল মডেল, প্রধানমন্ত্রী হিসেবে সারা বিশ্বে শেখ হাসিনাও একটা রোল মডেল। বিশ্বের শ্রেষ্ঠ দুইজন প্রধানমন্ত্রীর মধ্যে একজন হলেন শেখ হাসিনা। বিশ্বের তৃতীয় সৎ প্রধানমন্ত্রী এবং চতুর্থ কর্মঠ প্রধানমন্ত্রী হিসেবেও শেখ হাসিনা আজ স্বীকৃত। শেখ হাসিনার নেতৃত্বেই ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি মধ্যম আয়ের দেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত রাষ্ট্র হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ৮ জুন জামালপুর সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
মির্জা আজম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আজকে আমরা দরিদ্রতম দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছি। আজকে বাংলাদেশের মানুষের গড় আয়ু শতকরা ৪৮ ভাগ থেকে বেড়ে হয়েছে শতকরা ৭২ ভাগ। আমাদের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হয়েছে। দেশে শিশু ও মাতৃমৃত্যুর হার কমানোর কারণে আজকে বাংলাদেশ আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পেয়েছে।
প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, বর্তমান সরকারের মেয়াদকালের মধ্যে এটাই শেষ ইফতার। আমি মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মানুষের জন্য যে উন্নয়ন করেছেন, একইভাবে তার জন্যই এই মেয়াদকালের মধ্যে জামালপুর জেলার উন্নয়নে যে লক্ষ্যমাত্রা দিয়েছিলাম, তাও আমরা অতিক্রম করতে পেরেছি। প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা কামনা করে সকলকে দোয়া করার অনুরোধ জানান।
জেলা প্রশাসক আহমেদ কবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে জেলা ও দায়রা জজ মো. সায়েদুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, সিভিল সার্জন গৌতম রায়, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানাসহ বিচার বিভাগ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন ও স্বাস্থ্যবিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে সবাই ইফতারে অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!