আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রথমআলো জামালপুর বন্ধুসভার উদ্যোগে ৮ জুন জামালপুরের বিভিন্ন স্থানে দু:স্থ শিশুদের মাঝে একটি করে রঙিন জামা বিতরণ করা হয়েছে।
জানা গেছে, সকাল ১০ টায় সরকারি আশেক মাহমুদ কলেজ প্রাঙ্গণে এবং পরে হাটচন্দ্রা, পাথালিয়ার নাউভাঙ্গা চর, উত্তর পাড়া, জিগাতলা, বেলটিয়া, ডাকপাড়া, দেওয়ানপাড়া, হিরুসড়ক, পশ্চিমা নয়াপাড়া, কালিঘাট, সকাল বাজার, শেখের ভিটা, ছনকান্দা, ভাবকি, শাহবাজপুর, মেলান্দহের বানিপাকুড়িয়া, চরবসন্ত, দেওয়ানগঞ্জের বেলতলি বাজারে ৭০ জন গরিব অসহায় শিশুদের হাতে রঙিন জামা তুলে দেওয়া হয়।
এ সময় জামালপুর বন্ধুসভার উপদেষ্টা সোহেল রহমান রিপন, নাজমুল হাসান লানজু ও মহসিন আলী কাকন, সভাপতি সেরাজুম মনিরা জায়ানা, সাধারণ সম্পাদক এস এম সিফাত আব্দুল্লাহ্ ও সাংগঠনিক সম্পাদক এস এম এম মাসুদ রানাসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!
