জামালপুর পৌরসভার বিভিন্ন এলাকার হতদরিদ্র ৫০০ শীতার্ত মানুষের মাঝে ব্যক্তিগত উদ্যোগে কম্বল বিতরণ করেছেন জামালপুরের বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শামীম আহমেদ। ১২ জানুয়ারি শনিবার সকালে জামালপুর শহরের ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এসব কম্বল বিতরণ করা হয়।
ইকবালপুর বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে সকাল ১০টায় আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ৫০০ জন হতদরিদ্র শীতার্ত নারী-পুরুষের মাঝে একটি করে কম্বল বিতরণ করেন বিশিষ্ট ব্যবসায়ী শামীম আহমেদ। এ সময় শামীম আহমেদ তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জামালপুর জেলার বিভিন্ন স্থানে হতদরিদ্র শীতার্ত মানুষেরা চলমান তীব্র শীতে খুবই কষ্টে আছেন। আজকে আমার সাধ্যের মধ্যে এই কম্বলগুলো বিতরণ করা হলো। শীতার্ত হতদরিদ্র মানুষদের সহায়তার জন্য কম্বল বা অন্যান্য শীতবস্ত্র নিয়ে সমাজের বিত্তবানরা তাদের পাশে দাঁড়ালে তারা অনেক উপকৃত হবে।
অনুষ্ঠানে জামালপুর পৌরসভার ইকবালপুর, কম্পপুর, হাটচন্দ্রা, রশিদপুর, মিয়াপাড়া, বাজারিপাড়া, মুসলিমাবাদ, সৈয়দ আব্দুস ছাত্তার রোড, টিক্কাপট্টি ও ব্রহ্মপুত্র নদের নাওভাঙা চরের হতদরিদ্র শীতার্তদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে জামালপুর জেলা পরিষদের সদস্য নাঈম রহমান ও জামালপুর পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামান মনিসহ ব্যবসায়ীনেতৃবৃন্দ, গণ্যমান্যব্যক্তিবর্গ এবং স্থানীয় তরুণ-যুবসমাজ উপস্থিত ছিলেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!