আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে শীতার্তদের কম্বল দিল জ্ঞান-শিক্ষা-বিনোদন

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর॥
‘মানবতার সেবায় হোক আমাদের আগামী দিনের পথচলা’ এই স্লোগানে অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন জ্ঞান-শিক্ষা-বিনোদন জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ৫০০ জন শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেছে। ১১ জানুয়ারি শুক্রবার বিকেলে কেন্দুয়া ইউনিয়নের কালাবহ স্লুইসগেইট মোড়ে এসব কম্বল বিতরণ করা হয়। 

কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জ্ঞান-শিক্ষা-বিনোদন সংগঠনের সভাপতি শাহীন আলম। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেলান্দহ উপজেলা শিক্ষা কর্মকর্তা এ কে এম গোলাম কিবরিয়া তাপস, সমাজসেবক রেজাউল করিম, কালাবহ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামছুজ্জামান সবুজ, কুটামনি উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মাহবুবুর রহমান সৌরভ, সহকারী শিক্ষক ইস্রাফিল হোসেন, সংগঠনটির সাধারণ সম্পাদক মসিউর রহমান রাসেল, প্রতিষ্ঠাতা পরিচালক ও যুগ্মসাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ মোখলেছুর রহমান বাবু প্রমুখ। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনটির পরিকল্পনা কর্মসূচি কর্মকর্তা সাইদুর রহমান। 

এ ছাড়াও কম্বল বিতরণ অনুষ্ঠানে জ্ঞান-শিক্ষা-বিনোদন সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি ও উপ-কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।  

উল্লেখ, জ্ঞান-শিক্ষা-বিনোদন সংগঠনটি একটি অরাজনৈতিক সংগঠন। সংগঠনটি বিনামূল্যে রক্তদান, সমাজে বাল্যবিয়ে নিরোধ, যুবসমাজকে মাদক থেকে রক্ষা করা, সমাজের অসহায়দের পাশে থাকাসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে।  

পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال