জামালপুর শহরের পশ্চিম নয়াপাড়া চার রাস্তার মোড়ে ৬ জানুয়ারি দুপুরে দুইজন দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। দোকানে সিগারেটের ডিসপ্লে প্রদর্শন করায় তাদের এ জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহী হাকিম স ম আজহারুল ইসলাম ও স্নিগ্ধা দাস।
জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নির্বাহী হাকিম স ম আজহারুল ইসলাম ও স্নিগ্ধা দাস দুপুরে শহরের পশ্চিম নয়াপাড়া চাররাস্তার মোড় এলাকার বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন। এ সময় দোকানে সিগারেটের ডিসপ্লে প্রদর্শন করার দায়ে ২০০৫ সালের (২০১৩ সালের সংশোধনী) ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইনের ৫(১) ধারায় দুই দোকান মালিককে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
জরিমানায় দণ্ডিতদের মধ্যে শাহজাহান স্টোরের মালিক মো. শাহজাহানকে ২ হাজার টাকা এবং আলতাফ স্টোরের মালিক মো. আলতাফ হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
জামালপুর সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. আনিছুর রহমান এ অভিযানে অংশ নেন।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!