আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরের প্রবীণ শিক্ষাবিদ প্রদীপ কান্তি মজুমদার আর নেই

জামালপুরের প্রবীণ শিক্ষাবিদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সঙ্গীত শিক্ষক, জামালপুর উদীচীর প্রতিষ্ঠাতা সভাপতি ও অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কান্তি মজুমদার আর নেই। ৮ জানুয়ারি সকাল সাড়ে ৮টার দিকে তিনি জামালপুর জেনারেল হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মরদেহ জামালপুর জেনারেল হাসপাতাল থেকে জামালপুর শহরের আমলাপাড়ায় নিজ বাসায় নেয়া হলে শহরের সর্বস্তরের মানুষ তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তাঁর একমাত্র ছেলে আমেরিকা প্রবাসী অধ্যাপক প্রসূন কান্তি মজুমদার বাবার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করার জন্য দেশে আসতে তিনদিন সময় লাগবে। বরফায়িত বিশেষ গাড়িতে এ কয়দিন আমলাপাড়ায় নিজ বাসায় মরদেহ সংরক্ষণে থাকবে। তাঁর ছেলে আসার পর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال