আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুর জেলা পরিষদের সনদ পেল প্রশিক্ষণার্থীরা


জামালপুর জেলা পরিষদের উদ্যোগে ৬ মাস মেয়াদী দর্জিবিজ্ঞান, কম্পিউটার, বিউটিফিকেশন ও স্পোকেন ইংলিশ বিষয়ে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি দুপুরে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের সদস্য হাজি মো. দুলাল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি জি এস এম মিজানুর রহমান, যুগ্মসম্পাদক সালেহ সফিক গেন্দা ও সদস্য মো. জিল্লুর রহমান, ইংলিশ স্পোকেন প্রশিক্ষক রেদোয়ান খালেদ রাজিব, প্রশিক্ষণার্থী শুভ ইসলাম প্রমুখ।

আলোচনা সভা শেষে জেলা পরিষদের আত্ম-কর্ম সংস্থান, জীবন দক্ষতা ও সচেতনতা বৃদ্ধি প্রকল্পের আওতায় চারটি বিভাগে ১৪৭ জন প্রশিক্ষণার্থী ছেলে-মেয়েদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال