জামালপুরে অপরাজেয় বাংলাদেশের আশ্রয়কেন্দ্রে বসবাসরত সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে কম্বল বিতরণ করেছে সদর উপজেলা প্রশাসন। অপরাজেয় বাংলাদেশের আশ্রয়কেন্দ্রে ৮ জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে শিশুদের হাতে কম্বল তুলে দেওয়া হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও অপরাজেয় বাংলাদেশ এর আশ্রয়কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
আশ্রয়কেন্দ্রের শিশুরা কম্বল পেয়ে ভীষণ খুশি হয়েছে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন এই শিশুদের কল্যাণে সাধ্যমত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, ৭ জানুয়ারি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের নির্দেশে শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলাল উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা সাখাওয়াত হোসেন, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও অপরাজেয় বাংলাদেশ এর আশ্রয়কেন্দ্র পরিচালনা কমিটির সদস্য জাহাঙ্গীর সেলিম, অপরাজেয় বাংলাদেশের ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন ।
আশ্রয়কেন্দ্রের শিশুরা কম্বল পেয়ে ভীষণ খুশি হয়েছে এবং তারা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদা ইয়াছমিন এই শিশুদের কল্যাণে সাধ্যমত সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন।
জানা গেছে, ৭ জানুয়ারি জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মাসিক সভায় সিদ্ধান্ত মোতাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের নির্দেশে শিশুদের মাঝে এসব কম্বল বিতরণ করা হয়।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!