আপনাকে স্বাগতম!

আমাদের ওয়েবসাইটে ভিজিট করার জন্য ধন্যবাদ।

জামালপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মসজিদের ইমামের


জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় সিএনজি অটোরিকশার ধাক্কায় সাইকেলআরোহী মো. আব্দুস ছামাদ (৬৫) নামের মসজিদের ইমাম নিহত হয়েছেন। ১৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনা ঘটে। নিহত ওই ইমাম সরিষাবাড়ী পৌরসভার মাইজবাড়ি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজার জমিয়তে আহলুল হাদিস জামে মসজিদের ইমাম মো. আব্দুস ছামাদ তার বাইসাইকেলে ১৩ ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌরসভার মাইজবাড়িতে তার বাড়িতে ফিরছিলেন। পথে সরিষাবাড়ী মুক্তিযোদ্ধা সংসদের সামনে প্রধান সড়কে দ্রুতগামী একটি সিএনজি অটোরিকশা তাকে ধাক্কা দিলে সাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ওই সিএনজিটিকে আটক করলেও এর চালক দ্রুত পালিয়ে যান।

স্থানীয়রা গুরুতর আহত মো. আব্দুস ছামাদকে উদ্ধার করে চিকিৎসার জন্য সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

সরিষাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, নিহত ইমাম আব্দুস ছামাদের পরিবারের পক্ষ থেকে এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নিবো। আটক সিএনজি অটোরিকশাটি জব্দ করে থানায় আনা হয়েছে।
সূত্র : বাংলারচিঠি ডটকম
পোস্টটি ভালো লাগলে শেয়ার করতে পারেন!

Post a Comment

আগের পোস্ট পরের পোস্ট

نموذج الاتصال